মোহাম্মদ এরশাদ, বাঁশখালী প্রতিনিধি ঃ
চট্টগ্রামের বাঁশখালীতে মহান বিজয় দিবস-২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।এ উপলক্ষে ১৬ডিসেম্বর শুক্রবার প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে,স্থানীয় প্রশাসন,উপজেলা পরিষদ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,বাঁশখালী থানা,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে,উপজেলা কৃষি অফিস,উপজেলা শিক্ষা অফিস, উপজেলা বঙ্গবন্ধু পরিষদসহ সরকারি -বেসরকারী সংগঠনের পক্ষ
থেকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।পরে সর্বস্তরের জনতার উপস্থিতিতে আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং পুলিশ, আনসার -ভিডিপি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দলের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী (এমপি)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলি, বাবুল,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)
কামাল উদ্দীন,উপজেলা সহকারি কমিশনার( ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার,
উপজেলা কৃষি অফিসার আবু ছালেক উপজেলা সমাজসেবা কর্মকর্তা গাজী উমর ফারুক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মামুন প্রমুখ।
পরে বেলা ১১টায় কুচকাওয়াজে অংশগ্রহণ কৃত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী দের মাঝে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনুর্ধধ ১৭)
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ান টিমে অংশগ্রহণ কৃত খেলোয়াড় ,বাঁশখালী মহিলা ফুটবল একাডেমির কৃতি ছাত্রীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।