মোহাম্মদ এরশাদ ,বাঁশখালী প্রতিনিধি:
বাঁশখালীর গুনাগরী খাসমহলে অবৈধ স্থাপনা
উচ্ছেদ অভিযান অনুষ্ঠিত হয়েছে।অদ্য ১৫ জানুয়ারি বিকালে চট্টগ্রামের বাঁশখালী প্রধান সড়ক যানজটমুক্ত করণের লক্ষ্যে উপজেলার কালীপুর ইউনিয়নের গুনাগরী খাসমহল এলাকায়
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন পিপিএম এর সহায়তায় ও উপজেলা সহকারী কমিশনার মাহমুদুল হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিদান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি খোন্দকার মাহমুদুল হাসান জানান, বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান সড়ক যানজট মুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ চলছে। এ পর্যন্ত ৫ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে উচ্ছেদ ও ভেঙে দেওয়া হয়েছে। এখন বাঁশখালীর প্রধান সড়ক অনেকাংশে যানজট মুক্ত। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উচ্ছেদ কালে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীনসহ থানা পুলিশের একটি টিম।