বাঁশখালীতে হাতির তান্ডবে ৫০ একর জমির ফসল নষ্ট, দুশ্চিন্তায় কৃষক
মোহাম্মদ এরশাদ, বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালীতে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতির তাণ্ডবে প্রায় ৫০ একর জমির ফসল নষ্ট হয়ে পড়েছে,দুশ্চিন্তায় কৃষক। বুধবার দিবাগত-রাতে উপজেলার কালীপুর ও সাধনপুর ইউনিয়ন সীমান্তবর্তী গোয়ালকাটা পূর্ব পাহাড়ি এলাকায় হাতির পাল এ তাণ্ডব চালিয়েছে।
কিছুদিন আগেও হাতির দল তাণ্ডব চালিয়ে ফসল নষ্ট করেছে। দ্বিতীয় দফায় ফসল নষ্ট করায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। হাতির পাল তাণ্ডব চালিয়ে ফসল ও বিভিন্ন সবজির বাগান নষ্ট করে ফেলেছে।
সরেজমিন ঘুরে জানা যায়, বুধবার গভীর রাতে পূর্ব গুনাগরী এলাকায় আবু তাহের, জাফরুল ইসলাম আব্দুল খাদের, মোহাম্মদ ইউছুফ, রেজাউল করিমের খেতে পাহাড় থেকে প্রায় ১৫টি হাতি ফসলের মাঠে নেমে আসে। এ সময় তারা ফসলের মাঠে রাতভর ব্যাপক তাণ্ডব চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার জানান, এ বিষয়ে বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা আবেদন করলে সরকারি সহায়তা পাবে।