বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বগুড়া জেলা শাখার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আনুষ্ঠান অনুষ্ঠিত
জাফরুল সাদিক,বগুড়া প্রতিনিধি ঃ
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বগুড়া জেলা শাখার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা আনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি নূরুল ইসলাম মৃধার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জাভেদ আখতার।বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ করিম সবুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাজাহানপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার ও বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি শামীম ইকবাল, বগুড়া সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাজেদুর ইসলাম, সারিয়াকান্দি উপজেলার সহকারী শিক্ষা অফিসার প্রভাষ চন্দ্র সরকার, সারিয়াকান্দি উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মাধ্যমিক) তোফায়েল আহমেদসহ আরো অনেকে বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও বৃত্তির টাকা প্রদান করা হয়।