শরীয়তপুর প্রতিনিধি,
মো: সজীব খান
স্কাউটার মোহাম্মদ আলী ১৯৫১ সালের ১ সেপ্টেম্বর শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি জাজিরা মোহর আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস. এস. সি, হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ থেকে
আই কম, এবং ডাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম ডিগ্রী অর্জন করেন। ১৯৭৭ সালে জাজিরা মোহর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
স্কাউটার মোহাম্মদ আলী ১৯৭৮ সালে স্কাউট লিডার বেসিক কোর্সে অংশগ্রহনের মাধ্যমে স্কাউট অঙ্গনে প্রবেশ করেন। জাজিরা মোহর আলী পাইলট স্কুলের স্কাউট গ্রুপকে দক্ষতার সতে পরিচালনা করেন।
তার সুদক্ষপরিচালনায় স্কাউট গ্রুপটি ডাকা অঞ্চল তথা বাংলাদেশ স্কাউটস-এ একটি সম্মানজনক অবস্থানে পৌঁছতে সক্ষম হয়েছে। তার স্কাউট গ্রুপ থেক নিয়মিত প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করার পাশাপাশি তার সুদক্ষ নেতৃত্বে তার বিদ্যালয়
সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয় থেকে নিয়মিত শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করে আসছে। তিনি ২০০১ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কউট লিডার নির্বাচিত হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে সনদ ও স্বর্ণের মেডেল গ্রহণ করেন।
তিনি দক্ষতার সথে স্কাউট দল পরিচালনার পাশাপাশি ১৯৯৮ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশ স্কাউটস, জাজিরা উপজেলার সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৩ সালে বাংলাদেশ স্কাউটস, ঢাকা
অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা সম্পাদক নির্বাচিত হন। ২০০৫ সালে তিনি দলের ইউনিট লিডার হিসেবে ভারতের স্কাউট জাম্বুরীতে যোগদান করেন।স্কাউটার মোহাম্মদ আলী ২০১৩ সালে বাংলাদেশ স্কাউটস এর সম্মানিত লিডার
ট্রেনারএর সম্মানীত দায়িত্বপ্রাপ্ত হন এবং একই সময় থেকে জেলা কমিশনারের দায়িত্ব পালন করেছিলেন। বর্তমান তিনি বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার সুযোগ্য নেতৃত্বে জাজিরা তথা শরীয়তপুর জেলা স্কাউটিং এ নতুন মাত্রা যোগ হয়েছে। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে জাজিরা মোহর আলী মোডেল উচ্চ বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হয়।
স্কাউটি-এ তার ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ইতিপূর্বে তিনি “ন্যাশনাল সার্টিফিকেট অ্যাওয়ার্ড”, ” মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড”, “বার টু দি মেডল অব মেরিট অ্যাওয়ার্ড”, “সি এন সি’স অ্যাওয়ার্ড”, “লং সার্ভিস অ্যাওয়ার্ড” এবং ২০১৫ সালে তিনি “রৌপ্য ইলিশ” পদকে ভূষিত হন।
স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারণে তার ধারাবাহিক নিরলস সেবা ও অনন্য আবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ স্কাউটিস ২০২১ সালে তাকে সর্বোচ্চ অ্যাওয়ার্ড “রৌপ্য ব্যাঘ্র” পদকে ভূষিত করেছে।
গত (১৬ মার্চ ২০২৩) বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫১তম বার্ষিক সাধারণ সভায় স্কাউটার মোহাম্মদ আলীর হাতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চীফ স্কাউটস মোঃ আবদুল হামিদ এই গৌরবময় অ্যাওয়ার্ড তুলে দেন।
স্কাউটার মোহাম্মদ আলী বলেন সমস্তপ্রশংসা মহান সৃষ্টিকর্তার জন্য। গত ১৬মার্চ ঢাকাস্থ্য উসমানী স্মৃতি মিলনায়তন থেকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মো: আব্দুল হামিদ এর নিকট থেকে বাংলাদেশ স্কাউটস প্রদত্ত সর্বোচ্চ সম্মানজনক অ্যাওয়ার্ড ” রৌপ্য ব্যাঘ্র ” গ্রহণ করেছি ।
আমার জন্য এই অ্যাওয়ার্ড আনন্দে ও সম্মানের। আমাকে এই বিরল সম্মান প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটস এর সভাপতি ও প্রধান জাতীয় কমিশনার মহোদয়, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের সভাপতি, কমিশনার, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, শরিয়তপুর জেলার সভাপতি,
কমিশনার ও সম্পাদক, বাংলাদেশ স্কাউট জাজিরা উপজেলার, সভাপতি, কমিশনার ও সম্পাদকসহ সকলোর প্রতি আমি কৃতজ্ঞ। এবং যে আঙ্গিনা থেকে আমার স্কাউটিং জীবন শুরু -: সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক
মরহুম শাহ আবদুল কাদের থেকে শুরু করে বর্তমান প্রধান শিক্ষক সহ বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী ও আমার শুভাকাঙ্খী সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বৃহত্তর ফরিদপুরের মাঝে আমার অসংখ্য
প্রিয় স্কাউটার বৃন্দ আছেন যারা আমাকে অন্তর দিয়ে ভালো বাসেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের আন্তরিক দোয়া প্রার্থনা করছি।
বাংলাদেশ স্কাউটস জাজিরা উপজেলার, সম্পাদক মো: শহীদুল ইসলাম বলেন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কৃতি সন্তান,শরীয়তপুর জেলা স্কাউটসের সাবেক কমিশনার, আমার শিক্ষা গুরু, যার হাত ধরে শরিয়তপুর জেলায় স্কাউটিং এর যাত্রা শুরু জনাব মোহাম্মদ আলী,
অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক,সরকারি জাজিরা মোহর আলী মডেল উচ্চ বিদ্যালয় বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্য ব্যাঘ্র অর্জন করায় তাঁকে আন্তরিক অভিনন্দন। এই অভূতপূর্ব সাফল্য অর্জন করায় বাংলাদেশ স্কাউটস, জাজিরা উপজেলা গর্বিত, আনন্দিত। সাথে সাথে স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
শরীয়তপুর জেলা স্কাউটসের সম্পাদক, শম্ভুনাথ পোদ্দার বলেন স্কাউটার মোহাম্মদ আলী স্যার আমাদের দক্ষিণবঙ্গের স্কাউটের বিপি হিসেবে পরিচিত, তিনি ইতিমধ্যেই বাংলাদেশ স্কাউটস এর অনেকগুলো পদক পেয়েছেন। সর্বশেষ গত ১৬ মার্চ বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হাত থেকে বাংলাদেশ স্কাউটস এর সর্বোচ্চ ” রৌপ্য ব্যাঘ্র ” পদক গ্রহণ করেছেন । তার এই অর্জনে আমরা শরীয়তপুর জেলা স্কাউটস অত্যন্ত ও গর্বিত। তার মত একজন অসাধারণ স্কাউটার আমাদের জেলায় আছেন। তার হাত ধরে শরীয়তপুর জেলা স্কাউটস আরও অগ্রগতি আসবে। তার এই অ্যাওয়ার্ড অর্জন করায় আমাদের জেলা স্কাউটস এর, স্কাউট লিডার, রোভার রোভার লিডার, কাব লিডার ও কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট দের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে ।
বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলার কমিশনার সঞ্জীব চন্দ্র কর্মকার এল টি, বলেন দক্ষিণ বঙ্গের বিপি খ্যাত শরীয়তপুরের স্কাউটিং যাঁর হাত ধরে পথ চলা,বৃহত্তর ফরিদপুরের অহংকার, অজস্র স্কাউট