রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারায় সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ এর বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘন করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। ৪৪ ধারা লঙ্ঘনের ঘটনাটি ঘটে উপজেলার ০৫ নং আউচপাড়া ইউনিয়নের মোগাইপাড়া গ্রামে। সূত্রে জানা যায়, আজ শুক্রবার ( ১৬ ডিসেম্বর/২০২২,) সকালে মোগাইপাড়া মৌজায় ৪৪ ধারা জারিকৃত পুকুরে মাছ ধরেন সরদার জান মোহাম্মাদ এবং তাঁর লোকজন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে মোগাইপাড়া গ্রামের আবুল কাশেম কবিরাজের পুত্র মাসুদ রানা ও আউচপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদের মধ্যে বিরোধ চলে আসছে। সূত্র নিশ্চিত করেছে, মাসুদ রানা বিবাদমান পুকুরটি অপর শরিক মারুফ হাসানের নিকট ২২ ফেব্রুয়ারি ২০২১ সালে লিজ গ্রহণ করেন।
পরবর্তীতে মারুফ হাসানের সাথে মাসুদ রানার পারিবারিক কলহের জেরে মারুফ, ভিকটিম মাসুদ রানার ক্ষতি করার মানসে ১২ নভেম্বর ২০২১ সালে সরদার জান মোহাম্মদকে নিয়ম বর্হিভূত ভাবে সাবলিজ প্রদান করেন।
এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা-হামলা,দখল জবর দখলের ঘটনা ঘটে।
মাসুদ রানা সংবাদকর্মীদের নিকট অভিযোগ করেন, সরদার জান মোহাম্মাদ তাঁর ক্যাডার বাহিনী নিয়ে মাছ লুট করে নিয়ে গেছেন। উল্লেখ্য মাসুদ রানা গত ১৪ নভেম্বর ২০২২ তারিখ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেন।
ভুক্তভোগী মাসুদ রানা মাছ চাষ ও রক্ষণাবেক্ষণ করতে পারবেন বলে বাগমারা থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ জারি করা হয়েছে। ৪৪ ধারা অমান্যে স্থানীয় প্রধান শিক্ষক হাফিজ আল আসাদের ভাষ্য, প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোন মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
সাবেক চেয়ারম্যান জান মোহাম্মাদের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি, সে কারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
বাদী মাসুদ রানা জানান, আজ শুক্রবার সকালে সরদার জান মোহাম্মাদ আমার দিঘি থেকে বেআইনি ভাবে মাছ ধরে নিয়েছেন। মাছগুলো ট্রাকযোগে ( যার
নং রাজ মেট্রো- ড ১১- ০১৪৯ ) ঢাকার উদ্দেশ্য নিয়ে যায়।
সূত্রে জানা গেছে, রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ আহমেদ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে উভয় পক্ষকে পুকুরে মাছ ধরা থেকে বিরত থাকার পরামর্শ দেন। পুলিশ সুপারের মৌখিক নিষেধাজ্ঞা অম্যান্য করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেছে , সাবেক চেয়ারম্যান সরদার জান মোহাম্মাদ এর একগুঁয়েমির কারণে যে কোন সময় এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
মুঠোফোনে বাগমারা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে বিষয়টি অবহিত করা হয়েছে ।