সৈকত মন্ডল, স্টাফ রিপোর্টার:
বাগেরহাটে দূর্যোগকালীন জরুরী অবস্থায় জেন্ডার ভিত্তিক সহিংসতা ও জীবন রক্ষা বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) সকালে শহরের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে ইউএনএফপিএ এর সহযোগীতায় আরআরএফ এর আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সালেহা পারভীন, কচুয়া উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান তাসলিমা বেগম, আরআরএফ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর নার্গিস আনিসা পিয়া, সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডল, উদয়ন বাংলাদেশর সাধারণ সম্পাদক ইসরাত জাহান, আরআরএফ এর প্রশিক্ষন অফিসার তাপস কুমার দত্ত প্রমুখ।
দূর্যোগকালীন জরুরী অবস্থায় জেন্ডার ভিত্তিক সহিংসতা ও জীবন রক্ষা বিষয়ক ক্ষতিকারক আচারনের ইতিবাচক পরিবতনের নানা দিক নিয়ে হাতে কলমে প্রশিক্ষন দেয়া হয়।
প্রশিক্ষন কর্মশালায়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন বেসরকারী সংস্থার নারী প্রতিনিধি, সিপিবি সদস্যরা উপস্থিত ছিলেন