এস, এম মুসতাইন, বাঘারপাড়া, যশোর:
বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান বাকড়ী গ্রামে প্রয়াত কমরেড অমল সেনের পাথদর্শী কমরেড মহেশ গোলদারের ১৪ তম প্রয়াণ দিবস স্মরণে ৪ ফেব্রুয়ারি শনিবার বিকালে নিজ বাড়িতে সমাধি স্থলে ফুল দিয়ে শ্রদ্ধা
কমিটির সহ সভাপতি বাবু কংকন পাঠকের নেতৃত্বে কমরেড শৈলেন গোস্বামী, কমরেড সুমন্ত অধিকারি, অজিত বিশ্বাস, কমরেড বিপুল কান্তি বিশ্বাস, কমরেড মিজানুর রহমান, কমরেড আব্দুস
যশোর জেলা কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন কমরেড বিপুল কান্তি বিশ্বাস, কমরেড মিজানুর রহমান, কমরেড ছবুর মোল্যা, বাবু আনন্দ, বাবু মলয় লস্কর, বাবু সুবোধ বিশ্বাস প্রমূখ।