বাঘারপাড়ার ভিটাবল্যায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক :
বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভিটাবল্যা বাজারে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে ২৫ আগষ্ট বৃহস্পতিবার বিকালে তেঘরী, ভিটাবল্যা ও আদমপুর গ্রামের আওয়ামীলীগ ভক্ত মানুষের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস
উদযাপন উপলক্ষে আলোচনা দোয়া অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মোঃ রেজাউল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঘরী গ্রামের কৃতিসন্তান সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান।
বঙ্গবন্ধুর শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ ওলিয়ার রহমান খন্দকার, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মোঃ জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আঃ রশীদ মোল্যা, দপ্তর সম্পাদক মোঃ আসাদুজ্জামান মন্টু ৭ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ইকবাল হোসেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ আজাদ শিকদার ও বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব মো.জোহর আলী ফকির।
দোয়া পরিচালনা করেন ইউনিয়ন উলামালীগের সভাপতি মাওলানা আশরাফ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবলীগের সাবেক আহবায়ক মোঃ কামাল হোসেন ও তার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশিকুর রহমান সজীব ও মোঃ মঞ্জুর মোর্শেদ।