বাঘারপাড়ার জামদিয়ার ইউনিয়ন পরিষদে পাটবীজ বিতরন
গোলাম রসুল বাঘারপাড়া ,যশোর :
যশোরের বাঘারপাড়া উপজেলার ৯নং জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা বাজারে ইউনিয়ন পরিষদের মিলনায়তনে গত ইং ২১ মার্চ ২০২৩ পাটবীজ বিতরণ শুরু হয়। তারই ধারাবাহিকতায় গত ২৭ মার্চ সোমবার ৯ নং জামদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ
আরিফুল ইসলাম তিববত, পরিষদের সচিব মোঃমোরসেদ আলীসহ উপজেলার কৃষি উপসহকারী বাবু বিজন কুমার রায় ও বাবু কল্লোল হালদারের উপস্থিতিতে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রনোদনার পাটবীজ ও পাট উৎপাদন সম্প্রসারন প্রকল্পের
পাটবীজ বিতরণ করেন। এসময় অন্যান্য যারা উপস্থিত ছিলেন পরিষদের প্রধান উদ্যোক্তা মাহমুদ হোসেন, সমন্বয়কারী মোঃ মোন্ঞ্জুর মোরসেদ, সচিবের সহায়ক আবুতালেব, মেম্বার মোঃ আতিয়ার রহমান,
মাসুম বিশ্বাস, রেজাউল ইসলাম। প্রান্তীক চাষি হিসাবে উপস্হিত ছিলেন ভাঙ্গুড়ার উজ্জ্বল বিশ্বাস, তপন বিশ্বাস, জামদিয়ার তোজাম মোল্লা, বিলাল হোসাইন, মেজবাহুর মোল্লা। তেঘরীর তোরাপ মোল্লা, রাজু মোল্লা,
দুধু মিয়া সহ এলাকার অন্যান্য কৃষকরা।এবারে আগে ভাগে পাটবীজ পেয়ে বেজায় খুশি প্রন্তীন পাটচাষিরা। এবার এ ইউনিয়নে উপকারভোগী ৩১০ প্রান্তীক পাটচাষি পাটবীজ পেয়েছে।