ভাঙ্গায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত ও নিহত শহীদদের স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুরের ভাঙ্গায় ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ও কাজী জাফর উল্লাহ সহ সকল আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপনের উদ্দেশ্যে ভাঙ্গায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার বঙ্গবন্ধু চত্বরে এ আলোচনা সভার আয়োজন করে উপজেলা আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিকলীগ ও আওয়ামী কৃষক লীগ।
পাঁচটি সংগঠনের সভাপতি বৃন্দের (যথাক্রমে – মামুনার রশিদ মামুন, সবুজ মোল্লা সনেট, মিঠুন চক্রবর্তী, জিতু মুন্সী, ইসরাইল ফকির) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহ। এ সময় প্রধান অতিথি গ্রেনেড হামলার ভয়াবহ স্মৃতি চারন করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি তাকে (মির্জা ফখরুল) স্মরণ করাতে চাই যে যারা জেল হত্যায় জাতীয় চার নেতাকে জঘন্য ভাবে হত্যা করেছিল, তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলায়েন, কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান কাফি, ছাত্রলীগের সভাপতি তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল হাসান রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান মিরন, সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান, ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন জালাল, সৃষ্টি টেলিভিশন ও দৈনিক নবচেতনা পত্রিকার ভাঙ্গা প্রতিনিধি মাসুম আল ইসলাম, ফাল্গুনী টেলিভিশন এর ভাঙ্গা প্রতিনিধি মোল্লা হাফিজুর রহমান সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
পাঁচটি সংগঠনের সাধারণ সম্পাদক বৃন্দের (যথাক্রমে – শেখ শাহিন, খায়রুল ইসলাম, ওবায়দুর রহমান, উজ্জ্বল মোল্লা, শওকত মোল্লা) সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে গ্রেনেড হামলায় নিহত শহীদদের ও আহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।