ভাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ
ওবায়দুর রহমান , স্টাফ রির্পোটারঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের তারাইল গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রবাসীর বাড়ি ঘরে হামলা ভাংচুর, অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রোববার রাতে প্রবাসীর ভাবি লাকি আক্তার বাদি হয়ে ভাঙ্গা থানায় একটি অ়ভিযোগ দায়ের করেছে ।
হামলায় মালেশিয়া প্রবাসী রাজুর বাড়ি-ঘর ভাংচুর, নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তারাইল গ্রামের মালেশিয়া প্রবাসী রাজি ও মফিজুল মাতুব্বরের সাথে প্রতিপক্ষ আরব আলী মাতুব্বরের সাথে জমাজমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি রাজু ও তার ভাই মফিজুল মাতুব্বরের পৈত্রিক ৭ বিঘা জমির মধ্যে প্রতিপক্ষ আরব আলীর নিকট ৭ শতাংশ জমি বিক্রয় করেন। গ্রামের শালিস গন সেই জমি আরব আলীকে বুঝিয়ে দিয়েছেন কিন্ত আরব আলী ও সিরাজ মাতুব্বরের লোকজন জোরপূর্বক রাজু ও মফিজুল মাতুব্বরের জমির মধ্যে নিজেদের আরো জমি দাবী করে জবর দখলে করতে চায়। এ নিয়ে গত শনিবার সিরাজ মাতুব্বর, মামুন, লিয়াকত, নিরব মাতুব্বর সহ দলের লোকজন সংঘবদ্ধ হয়ে বাড়ি- ঘরে হামলা, অগ্নি সংযোগ করে ব্যাপক ভাংচুর করে।
ভুক্তভোগী লাকি বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী মফিজুল সহজ সরল লোক। দেবর রাজু মাতুব্বর মালেশিয়া প্রবাসী। প্রতিপক্ষ আরব আলীর লোকজন আমাদের জায়গা দখল করতে চায়। আমি বাঁধা দিলে তারা লাঠি সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালায় ও বাড়ি- ঘর ভাংচুর এবং লুঠপাট করে চলে যায়।
স্থানীয় সালাহউদ্দিন মাতুব্বর বলেন, প্রতিপক্ষরা জোরপূর্বক আমাদের পৈত্রিক জমি দখল করতে চায়। বাঁধা দিলে হামলা ও ভাংচুর লুটপাট করে। এদিকে ঘটনা নিয়ে এলাকায় একাধিক বার সালিস বৈঠক হয়েছে।
এ বিষয় গ্রাম্য মাদবর মোশাররফ হোসেন বলেন, এ বিষয়টি নিয়ে আমি সহ গ্রামের লোকজন মীমাংসা করে দিয়েছি। প্রতিপক্ষ মামুন মাতুব্বর, সিরাজ মাতুব্বর তারা জোর করে রাজু ও মফিজুলের জায়গা দখল করতে চায়। তারা ৭ শতাংশ ক্রয় করেছে। সেই ৭ শতাংশ জায়গা মেপে বুঝ করে দেওয়া হয়েছে। তারপরো খামাখা জমি দাবি করে মফিজুলের জায়গা দখল করতে চায়।
প্রতিপক্ষ আবর আলী স্ত্রী বলেন,
আমরা ৭ শতাংশ জমি ক্রয় করেছি। আমরা ৭ শতাংশ জমি দখলে আছি। কিন্তু আমাদের বের হওয়ার রাস্তা পিছন থেকে দেয়। আমরা সামনে থেকে নিব। আমরা বাসের সাকো দিয়েছি। তারা আমাদের পথ বন্ধ করে দেয়। এই নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ চলছে। আমরা বেড়া ভাংচুর করেছি।
এব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মোকসেদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।