ভাঙ্গায় জায়গা জমির শত্রুতার জের ধরে দু,পক্ষের সংঘর্ষ, আহত-১০
ওবায়দুর রহমান , স্টাফ রিপোর্টার ঃ
ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতা ও বাড়ির জায়গার সীমানা বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের ১০ জন গ্রামবাসী আহত হয়েছে । গতকাল রাত ১০টার দিকে উপজেলার ঘারুয়া ইউনিয়নের চাঁনপুট্টি গ্রামে এঘটনায় ঘটে। সংঘর্ষের ঘটনায় আহতদের ৬জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং গুরুতর আহত চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় , মঙ্গলবার (৪জুন) দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় ঘারুয়া বাজারের বিল্লাল খলিফার চায়ের দোকানে চাঁনপুর্টি গ্রামের ইউসুফ শিকদারের দলের উকিল মেম্বার ও তার ভাই জামাল সাথে সামচু শিকদারের দলের হাবিব শিকদারের সাথে কাটাকাটি পরে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি চানঁপুর্টি গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা টেটা সহ সংঘর্ষে জড়িয়ে পড়ে । রাতে গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘারুয়া বাজারে রণক্ষেত্র পরিণত হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে অন্তত ১০ আহত হয়। গুরুত্বর আহতরা হলো, হাবিব শিকদার(৪০), নজরুল শিকদার (৩৫), মাহাবুল শিকদার (৪০), ইলিয়াস (৫৩) সহ কয়েকজন। এদের মধ্যে ৪ জনকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গতঃ বাড়ির জায়গা জমি নিয়ে দুই গ্রুপে মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশ বৈঠক হয়েছে । দুই গ্রুপের মধ্যে রাতে আরো ২/৩ দফা ছোট ঘাটো সংঘর্ষ হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন আল রশিদ জানান, রাতে চানঁপুর্টি গ্রামে সংঘর্ষের খবর পাই। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেয়েছি, তদন্ত পুর্বক পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।