ভাঙ্গায় টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ঠান্ডা পানির সুপেয় শরবত বিতরণ
ওবায়দুর রহমান, স্টাফ রির্পোটার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন উদ্যোগে
প্রচন্ড তাপদাহ ও তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ঠান্ডা পানির সুপেয় লেবুর শরবত বিতরণ করা হয়। রবিবার বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত প্রায় ৫ হাজার গ্লাস ঠান্ডা শরবত পথচারীদের মাঝে বিতরণ করা হয় । শরবত বিতরণ কর্মসুচীর সার্বিক কার্যক্রমের গুরুদায়িত্ব পালন করেন, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি, দৈনিক যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিক হাজী আব্দুল মান্নান। শরবত বিতরণ সহ সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ভাঙ্গা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের
সাধারণ সম্পাদক মোঃ ছরোয়ার হোসেন , সাংগঠনিক সম্পাদক মুন্সী রফিকুল ইসলাম, সাংবাদিক অহিদুজ্জামান, সোহাগ মাতুব্বর, মিরান মাতুব্বর, জাকারিয়া খান, সোহেল বারী, ওবায়দুর রহমান, রিপন শেখ, মোঃ সুমন মিয়া, নবাবজাদা, সহ প্রমুখ।
এ বিষয় ভাঙ্গা প্রেসক্লাব ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি হাজী আব্দুল মান্নান বলেন, প্রচন্ড তাপদাহ, আর অসহ্য গরমে অতিষ্ঠ জনজীবন । মানবজাতি সহ পশু পাখি জীব জন্তু গরম সইতে পারছে না । জিবন জীবিকার তাগিদে যাদের ঘর থেকে বের হতে হয়। তাদের কথা চিন্তা করে আমরা ঠান্ডা শরবত বিতরণ করি।