ভাঙ্গায় স্বর্নসহ চোর আটক
ওবায়দুর রহমান, স্টাফ রির্পোটারঃ
ফরিদপুরের ভাঙ্গায় পেশাগত এক চোর চুরির করার একদিন পর চোরাইকৃত স্বর্ন দোকানে বিক্রি করতে গেলে চোর সদস্য কে আটক করে ও গণধোলাই দিয়ে পুলিশের কাছে তুলে দিলেন জনতা। রবিবার ১৮ আগস্ট বিকেল পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটেছে।
ঘারুয়া ইউনিয়নের মৃত্যু হাচেন শেখের ছেলে হায়দার শেখ (৪০) তিনি গত শনিবার (১৭ আগস্ট) রাতে চৌকিঘাটা গ্রামের একটি বসত বাড়িতে রাতে এক দল চোর সদস্যরা বাড়ির জানালার ভেঙে রাতে রুমে মধ্যে প্রবেশ করে।
এবং ভুক্তিভোগীদের রুমে মধ্যে ঢুকে জিম্মি করে গলায় চাক্কু ধরে স্বর্ণালংকার ও নগদ অর্থ সহ লুটে নেয় চোর সদস্যরা। চোর চক্রের এক সদস্যের ভিডিও সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে।
তিনি ভিডিওতে চোর সদস্য বর্ণনা দেয়, আমি যে স্বর্ণালংকার বাড়িতে থেকে চুরির করিয়াছি সব বিক্রি করে খেয়ে ফেলেছি। আমার যে ৫ পাঁচ শতাংশ জমি আছে আমি বাড়ির জমি টুকু বিক্রি করে টাকা গুলো পরিশোধ করে দিব।
অন্যদিকে ঘারুয়া ইউনিয়নের চৌকিখাটা গ্রামের শেখ আক্কাস এর ছেলে রাসেল শেখের বাড়িতে ১২ আগস্ট রাতে স্বর্ণ অলংকার নগদ অর্থ সহ চুরির করে নিয়ে গেছে।এবং ভুক্তভোগীরা চুরির হওয়া বিষয় ভুক্তভোগীরা জানেনা। যে আমার বাড়িতে চুরির হয়েছে। চোর সদস্যের চোরের বর্ণনা দিলে এবিষয় শুনে ঘরের গিয়ে দেখে আলমারির মধ্যে কোনো স্বর্ণ নেই।
অপরদিকে পার্শ্ববর্তী চাঁনপট্টি গ্রামে ছরোয়ার খলিফার বাড়িতে ও ২ আগস্ট রাতে জানালা ভেঙে চোর সদস্য ঘরে মধ্যে ঢুকে স্বর্ণ অলংকার ও অর্থসহ লুটে নেয় চোর সদস্যরা।ভুক্তভোগীরা এ বিষয় ভাঙ্গা থানা একটি অভিযোগ দায়ের করেন।