ভূমিসেবা স্বয়ংক্রিয়ীকরণ একটি যুগোপযোগী পদক্ষেপ-সিনিয়র সচিব
চিফ রিপোর্টার:ঢাকা: বৃহস্পতিবান ২৩ অক্টোবন:
তুমি মন্ত্রণালমেন সিনিমন সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন: বাংলাদেশে তুমি প্রশাসন একটি গুরুত্বপূর্ণ খাত। প্রেক্ষাপটে “ভূমি ব্যবস্থাপনা অটোমেশন” বা স্বমং ক্রিমীকরণ একটি যুগোপযোগী পদক্ষেপ।
আজ তুমি মন্ত্রণালমেম সভাকক্ষে Technohaven Co Ltd is the ‘project management consultant for the Land Management Automation Project শীর্ষক সেমিনানে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন; তুমি মন্ত্রণালম বাংলাদেশের প্রশাসনিক কাঠামোম একটি গুরুত্বপূর্ণ দপ্তন, যার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করা। এ লক্ষ্য বাস্তবামনের অংশ হিসেবে সমকাম হাতে নিয়েছে “ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রকল্প”, যা তুমি সেনাকে সম্পূর্ণরূপে ডিজিটাল প্ল্যাটফর্মে মুগাগুনেন একটি যুগান্তকারী পদক্ষেপ।
তুমি আমাদেন অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির অন্যতম ভিত্তি। কিন্তু জনসংখ্যা বৃদ্ধি, অপ্রতুল জমি, জটিল তুমি মেকর্ড এবং দীর্ঘদিনের ম্যানুমাল প্রশাসনিক প্রক্রিমান কাননে ভূমি ব্যবস্থাপনাম নানা ধমনেম জটিলতা দেখা দেম। এসব সমস্যা নিরসনে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা অটোমেশন একটি যুগান্তকারী পদক্ষেপ বলেন; সিনিমন সচিন সালেহ আহমেদ।
তিনি আরো বলেন; ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বাংলাদেশেন প্রশাসনিক সংফানে এক মাইলফলক। এটি শুধু নাগনিক সেবা সহল করেনি, বরং সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত কমছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থান মাধ্যমে ‘উন্নত বাংলাদেশ” গঠনেম স্বপ্ন আমও একধাপ এগিমে গেছে। বাংলাদেশেম প্রশাসনিক ব্যবস্থাম তুমি খাত সব সমমই গুরুত্বপূর্ণ এবং জনজীবনের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। ভূমি সংক্রান্ত সেবাগুলো দীর্ঘদিন ধরে নানা জটিলতা, কাগজপত্রেন অগোছালো অবস্থা, দালালচক্রেন দৌরাত্ম্য ও দুর্নীতিন কারণে জনগণের কাছে ভোগান্তিন প্রতীক হমে দাঁড়িমেছিল। এই পরিস্থিতিতে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বা ডিজিটাল মুগান্তন এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আত্মপ্রকাশ করেছে।
সিনিমম সচিব সালেহ আহমেদ বলেন: ভূমি প্রশাসন একটি দেশের উন্নয়নেন গুরুত্বপূর্ণ ভিভি। ভূমি ব্যবস্থাপনা, সংরক্ষণ, হস্তাগুন, জমিগ, মেকর্ড সংশোধন, আইন প্রয়োগ ও আধুনিক প্রযুক্তি ব্যবহানেন মাধ্যমে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এসব কর্মকান্ডে সঠিক দিকনির্দেশনা ও বিশেষজ্ঞ জানেন প্রযোজন হম। এই প্রেক্ষাপটে তুমি ক্ষেত্রে পরামর্শকদেন ভূমিকা ও গুরুত্ব অপমিসীন। এছাড়া হ্যাকিং মোখে প্রযুক্তিগত জ্ঞানেন পাশাপাশি সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক ব্যবহারকারীকে নিজের নিমাগভা নিজেকেই নিশ্চিত করতে হবে। সতর্ক থাকুন নিমাগদ থাকুন।
গনে সমকামি কর্মসম্পাদন গনিবীক্ষন পদ্ধতি এম মূল কাটানো সেকশন-১ ওপম আলোচনা সভা অনুষ্ঠিত হম। অনুষ্ঠানে সিনিয়র সচিব বলেন; নাট্রেন প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা, জবাবদিহিতা ও ফলাফলভিত্তিক পরিচালনা নিশ্চিত কমান জন্য সমকামি কর্মসম্পাদন পরিবীক্ষন পদ্ধতি একটি গুরুত্বপূর্ণ হাতিমান। এই পদ্ধতির মাধ্যমে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়, বিভাগ, অধিসপ্তম ও মাঠ প্রশাসনের কার্যক্রম নিরীক্ষণ মূল্যায়ন এবং উন্নমনের দিকনির্দেশনা প্রদান করা হম।
এতে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালমেন অতিরিক্ত সচিব মোঃ মোঃ শরিফুল ইসলাম:মো: আব্দুন মউফ এনডিসি, সামনা ইউনুস, এনডিসি; মোঃ এমদাদুল হক চৌধুরী: মোহাম্মদ মাহফুলুন মহমানসহ ঊর্দ্ধতন কর্মকর্তানবৃন্দ।