মাদক ও উগ্রবাদ বিরোধী সমাবেশ চৌদ্দগ্রাম উপজেলা অনুষ্ঠিত
মোঃ খোরশেদ আলম,বিশেষ প্রতিনিধি:
বুধবার(২৬ জুলাই) সকাল ১০ঃ০০ ঘটিকায় কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে ও চৌদ্দগ্রাম উপজেলা পুলিশের সার্বিক সহযোগিতায় চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার সীমান্ত এলাকায় অবস্থিত শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ও উগ্রবাদ বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মুজিবুল হক এমপি বলেন, মাদকের সাথে যারা জড়িত আছে তারা কোন উন্নতিতে সহযোগিতা করতে পারেনা, তারা শুধুই নিজের ক্ষতি করে, সমাজের ক্ষতি করে, নিজের পরিবারের ক্ষতি করে, তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে আরো বলেন, আপনারা আপনাদের সন্তানের খেয়াল রাখবেন, সন্তান স্কুলের সময় নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, পড়ালেখা করছে কিনা, সেই দিকে খেয়াল রাখবেন, সে কার সাথে মিশে খেয়াল রাখবেন। স্কুলের শিক্ষকদের সাথে সুসম্পর্ক রেখে স্কুল থেকে সংবাদ নিবেন নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা, স্কুলের পড়া করতে পারছি কিনা। তিনি বলেন, শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগ সরকার, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে, এর নিয়ন্ত্রণ করতে ও নির্মূল করতে সর্বদা চেষ্টা করে যাচ্ছে। এই উপলক্ষে পুলিশ বিভাগ নিয়মিত তাদের অভিযান পরিচালনা করছে। তারা জন সচেতনতা বৃদ্ধি করতে সভা সমাবেশ করে যাচ্ছে, এই বলে মুজিবুল হক পুলিশকে ধন্যবাদ জানান।
মুজিবুল হক এমপি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে নৌকার টিকেট দেয় এবং আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেন তবে, আমি অত্র এলাকায় উন্নয়নের যা বাকি রয়েছে তাও সম্পন্ন করে দিব।
অনুষ্ঠানে মুখ্য বক্তার বক্তব্যে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) বলেন, আমরা সরকারের পক্ষ থেকে মাদক ও উগ্রবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। তবে আমরা শুধু এর নিয়ন্ত্রণ করতে পারব, কিন্তু নির্মূল করতে হলে এলাকার সকল মহলের এগিয়ে আসতে হবে, সকলকে সচেতন হতে হবে । তিনি আরো বলেন, আপনারা মাদকের কারবার করে যারা, মাদক সেবন করে ও মাদক বিক্রি করে তাদের বয়কট করার চেষ্টা করবেন। যদি বিভিন্ন প্রতিষ্ঠানে যেমন শিক্ষা প্রতিষ্ঠান, এলাকার মসজিদ, মাদ্রাসা, ক্লাবসহ সকল কমিটিতে অন্তর্ভুক্ত না করেন ও তাদের বিরুদ্ধে অবস্থান নেন, তাদেরকে ঘৃণা করে কথা না বলেন, তাদের বিষয়ে পুলিশকে তথ্য দেন তবেই মাদক ও উগ্রবাদের নিয়ন্ত্রণের পাশাপাশি নির্মূল করাও সম্ভব হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার আশরাফুজ্জামান।
সভাপতিত্ত্ব করেন, চৌদ্দগ্রাম উপজেলা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা,
আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম, ওসি তদন্ত রাজিব ও অন্যান্য এসআই এএসআইগন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার।
পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু ওসিকে দেখিয়ে বলেন, এই ওসি জনাব শুভ রঞ্জন চাকমা জানেন, আমি ও আমরা সকল সময় মাদক ও উগ্রবাদের বিরুদ্ধে অবস্থান করেছি। পুলিশকে সব সময় মাদকের বিরুদ্ধে সহযোগিতা করেছি।
বক্তব্য শেষে উপস্থিত প্রায় ১৫০০ জনের মধ্যে বিরিয়ানির পেকেট বিতরণ করা হয়। তখন ডিএসবি সদস্য এএসআই মো:হারুন, ওয়াচার বিলাল হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যদের শৃঙ্খলা রক্ষায় সচেষ্ট খাকতে দেখা গেছে।