মাদারগঞ্জে দুর্নীতির অভিযোগে মাদরাসা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন
মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের মাদারগঞ্জে ‘স্বৈরাচার হঠাও, মাদ্রাসা বাঁচাও’ শ্লোগানে মিলন বাজার ভাংবাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদের পদত্যাগ ও বিচার দাবি করা হয়েছে। অর্থআত্মসাৎ, নিয়োগ বাণিজ্য, শিক্ষক-শিক্ষিকাদের অধিকার হরণ, অত্যাচারী, স্বেচ্ছাচারী, নারীলোভী, ষড়যন্ত্রকারী উল্লেখ করে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও স্থানীয় জনগণের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে মিলনবাজারে মাদারগঞ্জ-জামালপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতা রফিকুল ইসলাম দেওয়ান, জটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মাদরাসার কর্মচারী আশরাফুল ইসলাম, চাকরি নিতে গিয়ে প্রতারণার শিকার আতিকুর ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, মাদরাসার অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ প্রতিষ্ঠানের অর্থ তছরুপ করেছেন। নিয়োগ বাণিজ্যের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের নানা অধিকার থেকে তিনি বঞ্চিত করেছেন। এছাড়া তাঁর বিরুদ্ধে অত্যাচার, নারীলোভ ও স্বেচ্ছাচারিতারও অভিযোগ তোলা হয়।
অবিলম্বে ওই মাদরাসার অধ্যক্ষের পদত্যাগ ও বিচার দাবি করেন মানববন্ধনে অংশ নেওয়া লোকজন।