মাদারীপুরের রাজৈরে বৈশাখী হাইওয়ে রেস্টুরেন্ট এর শুভ উদ্বোধন
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার ঃমাদারীপুরের রাজৈর উপজেলার সাধুর ব্রিজ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে বৈশাখী হাইওয়ে রেস্টুরেন্টর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১৭-০৫-২০২৪ ইং) জুমার নামাজের পরে রেজাউল কমপ্লেক্সে দোয়া ও আলোচনা শেষে এ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ আসিবুর রহমান খান।সার্বিক সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব হারুন- উর -রশিদ । প্রতিষ্ঠানের মালিক পক্ষের ফরিদ সাহেব জানান, বাংলাদেশের মানুষ সাধারণত ভোজন প্রিয় তাদের রুচির সাথে মিল রেখেই আমাদের এই আয়োজন। তিনি আরো জানান, আমাদের রেস্টুরেন্টে অত্যন্ত স্বল্প মূল্যে সমস্ত শ্রেনীর মানুষের জন্য খাবারের সুব্যবস্থা আছে। অনুষ্ঠান শেষে প্রায় তিন হাজার মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়।