মিঠাপুকুরে রাতের আঁধারে নিম্মমাননের সামগ্রী ব্যবহারে রাস্তার কার্পেটিং কাজ
মাটি মামুন রংপুর:
রংপুরের মিঠাপুুকুর উপজেলায় ধলারপাড়া তেপতি থেকে মথুরাপুর চৌপতী পযর্ন্ত ৮৩৫ মিটার পাকা রাস্তার কার্পেটিং সংস্কারে রাতের আঁধারে নিম্মমাননের সামগ্রী ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠেছে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ নামে ঠিকাদারী বিরুদ্ধে। পাশাপাশি সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দিয়ে কোনঠাসা করার অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শঠিবাড়ি থেকে ভেন্ডাবাড়ি রোডের রাস্তার কার্পেটিং উঠে যাওয়া দেখে সাধারন জনগন যথাযথ কর্তৃপক্ষসহ স্থানীয় মানবাধিকার সংগঠন ও সাংবাদিক সংগঠনকে অবগত করেন।
তথ্য পাওয়ার সাথেই বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলার সাধারন সম্পাদক আশিকুর রহমান মন্ডল ও বাংলাদেশ প্রেস ক্লাব মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান রিপুল ও যুগ্মসাধারন সম্পাদক রুবেল ইসলাম উপস্থিত হন।
সরেজমিনে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়- সোমবার রাত আনুমানিক ৮টার দিকে সবাই যখন তারাবীহ নামাজ পড়তে গেলে সেই সুযোগে রাস্তার কাজ শুরু করেন ঠিকাদারী প্রতিষ্ঠান। কাজের মান খারাপ হওয়ায় স্থানীয় এলাকাবাসীরা বাঁধা দিলে থানা থেকে পুলিশ ও বিভিন্ন সন্ত্রাসীদের দিয়ে হুমকি ধামকী প্রদান করেন।
স্থানীয় এলাকাবাসী স্বাধীন মিয়া জানান- তিনি যখন রাতে রাস্তার কাজ নিয়ে প্রশ্ন করেন ঠিক তখন জানানো হয় নতুন কাজ সকাল হলে ভালো হবে। কিন্তু বিটুমিন ব্যবহার না করে শুধুমাত্র মবিল দিয়ে কাজ ও রাস্তায় মানহীন তিন নম্বর ইটের খোয়া ব্যবহার করা হয়েছে।
রাস্তার কাজ করা নাম প্রকাশে অনিশ্চুক শ্রমিক জানান- ঠিকাদার জোড় পূর্বক সকল শ্রমিককে রাতে কাজ করতে বাধ্য করছেন। ৩৮জন শ্রমিককে রাতের আঁধারে কাজ করে নিয়ে বিল না দিয়ে পালিয়ে যান। শ্রমিক আরও জানায় ইট ভাটার সবচাইতে নিম্মমাননের ইট দিয়ে রাস্তার কাজ করেছেন ঠিকাদার।
স্থানীয়দের দাবী প্রতিদিন প্রায় ২ হাজার লোকের যাতায়াত এবং ভ্যান,রিকশা,অটো ও মালবাহী গাড়ি সবসময় যাতায়ত করে। যোগাযোগের কথা চিন্তা করে সঠিক নিয়মে রাস্তা সংস্কার করার দাবী।
উপ-সহাকারী প্রকৌশলী মাসুদার রহমান জানান- রাস্তার কাজের অনিয়ম সংক্রান্ত বিষয়ে তথ্য পেয়ে তিনি ঘটনা স্থলে গিয়ে সত্যতা নিশ্চিত হন।রাস্তার কাজের কার্পেটিং উঠে যাওয়া বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান জানান-রাস্তার কাজ অফিসের কাউকে অবগত না করে ইচ্ছামত করেন ঠিকাদারী প্রতিষ্ঠান।এ বিষয়ে সংশিল্ট ঠিকাদারকে অবগত করা হয়েছে যদি দায়িত্ব সহকারে পুনরায় কাজ না করে তাহলে কাজের বিল আটকে দেওয়া হবে।
তিনি আরও জানান- শতকরা ৫ নিম্বদরে ৮৩৫মিটার রাস্তার কার্পেটিং কাজে পীরগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজে সাথে চুক্তি মূল্য হয় ৬৯,৫৬,৪০৭.৩৪৮ টাকা।