ফাইজুল ইসলাম, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাংগাইলের মির্জাপুর উপজেলার গোড়াই রহিমপুরের আজিবর শিকদার(৫০),পিতা মৃত আছান উদ্দিন শিকদার অভিযোগ করে বলেন,আমার পৈত্রিক রেকর্ড আবাদি জমির উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নিবেন বলে একই গ্রামের তাহার চাচাতো ভাই (১)বরকত শিকদার (৬০),পিতা মৃত মাইনউদ্দিন শিকদার
(২)শওকত হোসেন (৫৫),পিতা মৃত মোহাম্মদ আলী শিকদার তাহাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছে।আজিবর বলেন যদিও এটা সরকারি কোন প্রকল্পের রাস্তা নয়।তিনি বলেন অবশ্য নিজেরা পায়ে হেঁটে চলাচলের জন্য এই চিকন রাস্তাটিই শুধুমাত্র একটু উচু করেছিলাম।
আজিবর বলেন ওদের ভয়ে আমি এখন আতঙ্কিত।অপরদিকে বরকতের সাথে মুঠোফোনে সাংবাদিকদের কথা হলে হুমকি ধামকি ও ভয়ভীতির বিষয়টি অস্বীকার করেন এবং তিনি বলেন আসলে এখান দিয়ে একটি রাস্তা ছিল রাস্তাটি কেটে ফেলা হয়েছে।এ বিষয় সম্পর্কে গোড়াই ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান জনাব হুমায়ুন আহমেদের নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন আমি ঢাকায় আছি,দুই পক্ষই আমাকে ফোন করেছিল। চেয়ারম্যান হুমায়ুন আহমেদ আরো বলেন, আমি বাড়ি ফিরে সরেজমিনে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করবো।