সামাদ হাঁওলাদার, স্টাফ রিপোর্টার;
১৮/০৩/২০২৩ শনিবার আনুমানিক দুপুর ১ টায় গোয়ালীমান্দা বাজারের পাশে বেদে পল্লী থেকে, তৈয়ব (২৩) নামের একজন রোহিঙ্গা শরণার্থীকে আটক করে লৌহজং থানা পুলিশ। মুন্সিগঞ্জ লৌহজং থানা এলাকায় কোন রোহিঙ্গা শরণার্থীকে আটক করা এটাই প্রথম।
এ ব্যাপারে লৌহজং থানার এস আই বিল্লাল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, গতকাল শনিবার আনুমানিক দুপুর ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে, সোর্স মারফত জানতে পারি,
গোয়ালীমান্দা বাজারের আশপাশে, বেদে পল্লীতে রোহিঙ্গা শরণার্থী সন্দেহভাজন একজন লোক ঘোরাফেরা করছে, তৎক্ষণাৎ আমি সঙ্গীও অফিসার ফোর্স নিয়ে, সেখানে হাজির হইয়া তাকে জিজ্ঞাসাবাদ করি, তার ভাষাগত দিক মিল না পেয়ে তাকে থানায় নিয়ে আসি, থানায় আনার পরে গভীরভাবে জিজ্ঞাসাবাদ করার পরে সে নিজেকে উখিয়া ক্যাম্পের শরণার্থী বলে স্বীকার করে, তৈয়ব (২৩), ২০০১৭ সালে বাংলাদেশে প্রবেশ করে ।
এ ব্যাপারে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল তায়াবির এর সাথে কথা বললে তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক, আলোচনার মাধ্যমে, আমাদের দেশে যেহেতু রোহিঙ্গা শরণার্থী শিবির আছে, উখিয়া থানার মাধ্যমে, তাকে উখিয়া শরণার্থী শিবিরে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।