মুন্সীগঞ্জের লৌহজংয়ে জোরপূর্ব জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সামাদ হাওলাদার, স্টাফ রিপোর্টার;;সত্যকণ্ঠ:
মুন্সিগঞ্জের লৌহজংয়ে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার পক্ষে সম্মেলনটি করেন গতকাল বুধবার
বেলা ১২ টায় লৌহজং প্রেস ক্লাবে সম্মেলনের কক্ষে উপজেলার খিদিরপাড় ইউনিয়নের উত্তর পিঙ্গনালী গ্রামের মৃত আব্দুল আজিজ বেপারীর ছেলে মোঃ আল আমিন বেপারী তিনি লিখিত বক্তব্যে জানান প্রতিবেশী কামাল শেখ
লোকজন নিয়ে চলতি মাসের ৭ তারিখে
তার প্রত্যেক সূত্রে মালিকানা জমিতে রোপন করা লাউ গাছ পেপে গাছ কাঠাল গাছ ও আমের চারাএবং লাউয়ে মাচ ধারালো অস্ত্র দিয়ে ধ্বংস করে সেি সাথে ১২ শতাংশ জমি দখল করে নেয়
বাঁশের বেড়াায় লাল রংয়ের চিহ্ন দিয়ে দেয়, বাধা দিতে গেলে দলবল নিয়ে কামাল শেখ আমাকে হুমকি দেয় ঐ দিন সন্ধ্যায় লৌহজং থানায় লিখতে অভিযোগ করলে পরদিন ৮ মে ঘটনা তদন্ত সাপেক্ষে অভিযুক্ত কামাল শেখকে আটক করে পুলিশ ৯ মে আসামি কামল জামিনে এসে নারী শিশুসহ ১৩ জন সদস্যর নামে থানায় মিথ্যা অভিযোগ করে
এর ফলে ভুক্তভোগী আল আমিন বেপারী নিজ বাড়ি ছেরে পালিয়ে বেড়াচ্ছে এমনকি তিনি তার কর্মস্থলে যেতে পারছেন না, পরিবারের নারী ও শিশু সদস্যরা আতঙ্কে আছি কখন তাদের উপরে মৃত্যুর হামলা আসে ।
তিনি আরও বলেন বাপ, দাদার এি জমি দখল পেতে কামাল শেখ ২০০৬ সালে মামলা দায়ের করে, এর পর, ২০১০ সালে মামলাটি খারিজ করে আমাদের পক্ষে রায় দেন আপিল করলে তা বাতিল করে পুনরায় আমাদের পক্ষে রায় দেন
সংবাদ সম্মেলনে আল আমিন বেপারী বিষয়টি প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন