শরিফুল ইসলাম,জেলা প্রতিনিধি, যশোর
ঝিকরগাছায় ছেলের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনানিহত হয়েছেন পিতা জামাল হোসেন(৬৮)।
শনিবার সকালে যশোরের ঝিকরগাছা থানার গদখালী বাজারের সন্নিকটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পরিবারের অন্যান্য সদস্য সহ তিনি আহত হলে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত জামাল হোসেন বেনাপোল এর কাজল পুকুর গ্রামের বাসিন্দা। নিহত পরিবারের পক্ষ থেকে জানা যায়, জামাল হোসেনের বড় ছেলে জিয়ার শ্বশুরবাড়ি ঝিকরগাছার নোয়ালি গ্রামে। তিনি সেখানে পরিবারসহ বসবাস করতেন। গতরাতে হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে জামাল হোসেন পরিবারেরঅন্যান্য সদস্যদের নিয়ে তার মরদেহ দেখার জন্য বাড়ি থেকে ব্যাটারি চালিত ভ্যানে রওনা হন।
প্রতিমধ্যে, গদখালী বাজারে কামরুলের দোকানের সামনে ভ্যানটি পৌঁছালে একটি বিড়াল দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে এবং ভ্যানটি রাস্তার উপর উল্টে পড়ে যায়। জামাল হোসেনের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান; ফলে তার সাথে থাকা পরিবারের অন্যান্য লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তার শারীরিক অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতাল এ ভর্তি করার জন্য রেফার্ড করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত কে এ বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,যশোর জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।