যশোরের বাঘারপাড়ায় মসজিদে জমি দান করে বিপাকে কৃষক পরিবার
এইচ,এম রাজীব,স্টাফ রিপোর্টার.
যশোরের বাঘারপাড়ায় মসজিদে সাড়ে ১৬ শতাংশ জমি দান করে বিপাকে এক কৃষক পরিবার।উপজেলার হুলিহট্ট গ্রামের এ ঘটনা ঘটে।জানাযায় বাঘারপাড়া উপজেলার হুলিহট্ট গ্রামের বিশ্বাসবাড়ির মৃত কোরেশ বিশ্বাস ও মৃত ইউসুফ বিশ্বাস ১৩ নং দাগের সাড়ে ১৬ শতাংশ জমি দান করে কিন্তু ভুল ক্রমে ১২ নং দাগের জমিতে মসজিদ নির্মান করে এবং ২৬ শতাংশ জমি দখল করে মসজিদ কর্তৃপক্ষ। এমন ভুলের কারণে বিপাকে পড়েছে জমি দানকারীর পরিবার।এ বিষয়ে শালিখা থানার গোয়ালখালি গ্রামের আলিহাম্মদ বিশ্বাস বাঘারপাড়া থানার নরসিংহপুর গ্রামের নাজিম আল কেরা বার বার সমাধান করে দিতে চেয়েও দেয়নি । এবিষয়ে জমির মালিকরা বলেন, ১৩ নং দাগ থেকে আমরা জমি দান করেছি কিন্তু কিছু দুষ্কৃতী ব্যক্তি ১২ নং দাগের জমি দখল করে মসজিদ নির্মাণ করেছে আমরা এর একটা প্রতিকার চাই ও বাবলু বিশ্বাস বলেন,আমাদের জমিতে মসজিদ হয়েছে ঠিক আছে কিন্তু মসজিদের সামনের জমিটুকু আমরা ফেরত চাই। মিজানুর বিশ্বাস বলেন,মসজিদ আল্লাহ্ ঘর ভাঙ্গা সম্ভব না তাই আমরা মসজিদের সামনের জমিটুকু আমরা ফেরত চাই। এবিষয়ে ৪০ বছর ধরে মসজিদের একমাত্র ইমাম জাবের আহমেদ বলেন, মসজিদের সব জায়গা বিশ্বাসদের তাই তাদের সাথে বসে মিমাংসা করে ফেলা ভালো।