যশোরের বাঘারপাড়ার জামদিয়ায় ঘৌড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস,এম মুস্তাইন হুসাইন, নিজস্ব প্রতিবেদক :
প্রতি বছরের ন্যায় এবছরও বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের জামদিয়া গ্রামের পূর্বপাড়া মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ২০ জুন মঙ্গলবার বিকালে আবহমান বাংলার ঐতিহ্যবাহী ঘৌড় দৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিব্বত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে এসময় ছিলেন ভিটাবল্যা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মহিদুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আতিয়ার রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল গফফার মোল্যা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ শওকত আলী মোল্যা, সাবেক ইউপি সদস্য মোঃ শাহিদুর রহমান মোল্যা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ সাহেব আলী মোল্যা, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর আলী বিশ্বাস। এ ঘৌড় দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ২০ থেকে ২২ টি ঘোড়া অংশ গ্রহণ করে। এর মধ্যে প্রথম হয়েছে বাঘারপাড়া উপজেলার ভিটাবল্যা গ্রামের আবু হুরাইরার ঘোড়া, দ্বিতীয় হয়েছে নড়াইলের শিয়ারবর গ্রামের ইউনুস আলীর ঘোড়া, তৃতীয় বাঘারপাড়া উপজেলার ছরোয়ারের ঘোড়া, চতুর্থ হয়েছে নড়াইলের রানাগাতী গ্রামের আকরাম মল্লিকের ঘোড়া, পঞম হয়েছে অভয়নগরের আমডাঙ্গা গ্রামের সুজনের ঘোড়া।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়া মালিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।