যশোরের বাঘারপাড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাংসদের অনুদান অব্যাহত
স্টাফ রিপোর্টার:
যশোরের বাঘারপাড়া অভয়নগর ও বসুন্দিয়ার রাজনৈতিক অভিভাবক ৮৮ যশোর ৪ এর মাননীয় সাংসদ রনজিৎ কুমার রায় গত ৩ শনিবার সকাল ১১টায় ৯নং জামদিয়া ইউনিয়নের ভিটাবল্লা বাজারে বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমানের আমন্ত্রণে
আসেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান দিতে এসময় বাজারের কেন্দ্রীয় জামেমসজিদের খতিব মাঃ মোঃ ফজলুল করিম ও মোয়াজ্জেম মোঃ হবিবার রহমান ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন এবং কিছু সময় পরে ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয় গেলে এসময় অত্র শিক্ষা
প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির স্বনামধন্য ভিটাবল্লা কেন্দ্রীয় জামেমসজিদ, মাধ্যমিক বিদ্যালয় ও তেঘরী মধ্যপাড়া জামেমসজিদ, জনতা ব্যাংকের সাবেক ডি জি এম বীরমুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমান ও ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
বাবু অরুন কুমার বিশ্বাস তাকে ফুলের তোড়া উপহার দিয়ে বরণ করে নেন। অনুদান হিসাবে ভিটাবল্যা মসজিদে ১০ লাখ, মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লাখ এবং তেঘরী
মধ্যপাড়া জামেমসজিদে ৬ লাখ টাকার অনুদানের ঘোষনা দেন। এসময় উপস্হিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু নিখিল কুমার আঢ্য, সাধরণ সম্পাদক এ ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম তিববত, সাবেক
চেয়ারম্যান আঃ হক মোল্লা, মোঃ মহিউদ্দিন বিশ্বাস, ডা. মোঃ আঃ হক জিয়া, ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃআঃ মজিদ আনোয়ার, ৭ ও ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ইকবাল হোসেন, ও মোঃরেজাউল ইসলাম
মোল্লা, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান খন্দকারসহ ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, ওলামালীগ ও আওয়ামীলীগের অন্যান্য অঙ্গসংগঠনের নেতা ও নেত্রিবৃন্দ। এ সময় আরও উপস্হিত ছিলেন ভিটাবল্লা মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষীকাবৃন্দ।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবার রহমান খানের বাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ মশিউর রহমানের বাড়ি পর্যন্ত ডাবল ইটের ছলিং করনের কাজ ও জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের প্রধান কার্যালয়ের পুঃ নির্মানের কাজের ঘোষনা দেন।
–