রংপুরে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু
মাটি মামুন রংপুর।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে বুলেট লাল (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে।গতকাল ৪জুলাই মঙ্গলবার সকালে তিনি মারা যান তিনি সদর হাসপাতাল কলোনির বাসিন্দা হরিজন মানু লালের ছেলে।হাসপাতালে আরও সাতজন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাঁরা ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রংপুরে এসে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুলেট ঢাকা হাইকোর্ট এলাকায় কাজ করতেন।সেখানে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাড়ি চলে আসেন অবস্থার অবনতি হলে তাঁকে সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালের পরিচালক ডা. ইউনুস আলী এই প্রতিবেদক কে বলেন বুলেট লাল নামে এক ব্যক্তি এক দিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।মঙ্গলবার সকালে তিনি মারা যান হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে আরও সাত ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন বলে নিশ্চিত
করেছেন তিনি।