রাজধানীতে স্বর্ণের দোকানে চাঞ্চল্যকর চুরি: ডিবির অভিযানে ১৯০ ভরি স্বর্ণসহ চারজন গ্রেফতার
সৈয়দ ওবাইদুর রহমান:ঢাকা, ১৭ অক্টোবর ২০২৫:
রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলে শম্পা জুয়েলার্সে চাঞ্চল্যকর চুরির ঘটনায় ১৯০ ভরি স্বর্ণ, ৯৩.৫ গ্রাম রুপা, ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন— শাহিন মাতাব্বর (৪৬), অনিতা রায় (৩১), মো. নূরুল ইসলাম (৩৩) ও উত্তম চন্দ্র সুর (৪৯)।
ডিবি জানায়, গত ৮ অক্টোবর রাতে দুঃসাহসিকভাবে দোকানের ছাদ ভেঙে প্রবেশ করে স্বর্ণালংকার চুরি করে চক্রটি। চুরির পরিকল্পনা তারা তিন মাস ধরে করে আসছিল। ঘটনার পর ডিবি তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে।
ক্রমিক অভিযানে চট্টগ্রাম, বরিশাল, নারায়ণগঞ্জ ও ঢাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় চুরি হওয়া স্বর্ণ, রুপা, নগদ অর্থ ও মোটরসাইকেল।
ডিবি জানায়, “এই অভিযানে রাজধানীতে সক্রিয় একটি সংঘবদ্ধ স্বর্ণচোর চক্রকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।”