রাজশাহীর বাঘমারায় হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় হয়রানিমূলক, মিথ্যা মামলা, ভাড়াটিয়া কতিপয় লোক দিয়ে মানববন্ধন ও বানোয়াট সংবাদ প্রচার করিয়ে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে ।
রবিবার বেলা সাড়ে এগারো’টায় উপজেলার বাসুপাড়া ইউনিয়নের মন্দিয়াল গ্রামে এ সংবাদ সম্মেলন করা হয়।
মৎস্য ব্যবসায়ী জাবের আলীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অপচেষ্টার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খবরটি পপকাষ্টে পড়তে ক্লিক করুন
উল্লেখ্য গত ১৩ আগস্ট জ্যোতিনগঞ্জ বাজারে মানববন্ধনের নামে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী জাবের আলীর পা কেটে নেয়া সহ নানা ধরনের হুমকি ধামকি দেন একই ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের আইয়ুব আলীর লোকজন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী জাবের আলীর বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান জাহিদ হাসান আকাশ, ৮ নং ওয়ার্ডের মেম্বার নারায়ণ চন্দ্র সাহা, সমাজ সেবক বাবর আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনবরত হুমকির মুখে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অজানা আতংকে রয়েছেন।
তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।