রাজশাহীর বাঘা উপজেলার জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের পবিত্র ঈদ উদযাপন ভেস্তে গেল
বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহী জেলার বাঘা উপজেলার প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন জয়ীতা ফাউন্ডেশন এর রিভলভিন ক্যাপিটাল সাপোর্ট হতে ৫% সুদে ঋণ আবেদনের প্রকাশিত বিজ্ঞপ্তি যা ২০শে ২০ শে অক্টোবর ২০২২
(বৃহস্পতিবার)বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে গত নভেম্বর মাসে নারী উদ্যোক্তাগণ ঋণ আবেদন করেন। উক্ত নারী উদ্যোক্তাদের মধ্য থেকে প্রায় 40 জনের ঋণ কার্যক্রম অনুমোদনের মেসেজ আসে এন আর বি সি ব্যাংক বাঘা শাখায় ।
ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১লা ফেব্রুয়ারি ২০২৩ এন আর বি সি ব্যাংক বাঘা শাখার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার সঞ্জয় কুমার প্রতিটি নারীর উদ্যোক্তাদের বাসায় গিয়ে একটি করে অ্যাকাউন্ট খোলায়। এরপর থেকে উক্ত উত্তর নারী উদ্যোক্তাগণ প্রায়ই ব্যাংকে আসে তাদের ঋণের খোঁজখবর নেওয়ার জন্য।
তখন ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ বলে যে আমরা ফাইল রেডি করছি পাঠাচ্ছি পাঠাইছি আগামী সপ্তাহে হবে এই রূপ বলতে বলতে দীর্ঘ দুই মাস অতিক্রম করে। উক্ত নারী উদ্যোক্তাদের মধ্য থেকে ব্যাংকে খোঁজখবর নিতে আসলে ম্যানেজার বলে আমাদেরকে বারবার বিরক্ত করবেন না আমরা তো
আপনাদের কাজ করতেছি সময় লাগবে এবং বলে যে এ ঝামেলা আমরা নিতে পারছি না আমাদের কর্মচারী কম এবং বিভিন্ন অজুহাত দেখায়। এহেনো পরিস্থিতিতে উক্ত উদ্যোক্তাগন অতিষ্ঠ হয়ে সাংবাদিকদের কাছে এ সমস্ত মতামত ব্যক্ত করেন এবং গত ১৫ই এপ্রিল শনিবার মাননীয় পররাষ্ট্র
প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব শাহরিয়ার আলম এম পি মহোদয় বাঘা উপজেলায় একটি প্রোগ্রামে আসলে মন্ত্রী মহোদয়ের কাছে মৌখিক অভিযোগ প্রদান করেন এবং বলেন আমরা মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আগেই আমরা আমাদের আবেদিত উদ্যোক্ত ঋণগুলো পেলে আমরা
যার যার ব্যবসা প্রতিষ্ঠান যেমন সেলাই নকশি কাঁথা মৎস্য চাষ পশু পাখি পালন ইত্যাদি কার্যক্রম পরিচালনা করেএকটু সাবলম্বী হতে পারতাম এবংছেলে মেয়ে সংসার নিয়ে আনন্দে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারতাম কিন্তু আমাদের এই আশায় ঘুড়েবালি ।আমরা কিছুই করতে পারলাম না একমাত্র এনআরবিসি ব্যাংক বাঘা শাখার কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণে ।আমাদের কিছুই হলো না।
আমরা এই মর্মে এনআরবিসি ব্যাংক প্রধান শাখার দায়িত্ব ব্যক্তিবর্গের কাছে আবেদন রাখছি এবং আমাদের নারী উদ্যোক্তাদের পক্ষ থেকে জয়িতা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এই আবেদন ব্যক্ত করছি। এই জয়িতা ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা নাসরিন এন্টারপ্রাইজ,
বৃষ্টি এন্টারপ্রাইজ,উদ্যোক্তাদের সাথে কথা বলে জানতে পারি , তাদের মধ্যে থেকে ভুক্তভোগী মোসাম্মৎ নীলুফা ইয়াসমিন, নিলু বুটিক হাউস, ঝরনা মুদি ও ফার্মেসী, ময়না এন্টারপ্রাই , সামি এন্টারপ্রাইজ, মৌসুমী এন্টারপ্রাইজ, শাহনাজ নকশি কাঁথা, রিফাত বুটিক হাউস, আদরী হ্যান্ড এ কাপ, ময়না
নকশি কাঁথা, আরো অনেকে। ভুক্তভোগীরা আরো বলেনএ ব্যাপারে জয়িতা ফাউন্ডেশনে খোঁজখবর নিলে বলে আমরা তো আপনাদের কাগজপত্র এনআরবিসি ব্যাংকে দিয়ে দিয়েছি তারা এটা দিয়ে দিবে। আমাদের কাছে তো কোন সমস্যা নেই।
ভুক্তভোগীদের মনের বক্তব্য প্রাণের দাবি আমরা সকলেই পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আবেদন জয়িতা ফাউন্ডেশন এবং এনআরসি ব্যাংক প্রধান কার্যালয় পক্ষ থেকে বাঘা শাখার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সহযোগিতা আমাদের একটি সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য প্রানের দাবি জানাচ্ছি।