রাজশাহীর বাঘাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাপ্পু নামের এক যুবকের মৃত্যু
আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ০৮ জুলাই, ২০২৩ইং রাজশাহীর বাঘা উপজেলার ঢাকা চন্দ্রঘাতী গ্রামের
ডেঙ্গুতে আক্রান্ত হৃদয় আহম্মেদ পাপ্পু(২৫) শনিবার ৮ জুলাই সকাল ১০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে বাঘা উপজেলার ঢাকা চন্দ্রগাথি গ্রামের সাহেদ আলীর একমাত্র ছেলে। গত ২ জুলাই বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু এনএসআই পরীক্ষায় ডেঙ্গু সনাক্ত হয়। পরে রামেক হাসপাতালে ভর্তি করেন।হৃদয় আহম্মেদ পাপ্পুর স্ত্রী অঞ্জনা খাতুন জানান, তার স্বামী ঢাকার মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সিকিউরিটি গার্ড পদে চাকরি করতেন। সেখানেই জ্বরে আক্রান্ত হন। ১ সপ্তাহ আগে জ্বর নিয়ে বাড়িতে আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.আশাদুজ্জামান (আশাদ) জানান,শনিবার (৮জুলাই) পর্যন্ত হৃদয় আহম্মেদ পাপ্পুসহ ৩জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। গত মাসে ১৬ জনের পরীক্ষায় কেউ সনাক্ত হয়নি।