আব্দুল মান্নান বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী অলাভজনক, অরাজনৈতিক সংগঠন “বাঘা ব্লাড ব্যাংক”। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দুপুর ২ টায় বাঘা মাজার এলাকা সহ বাঘা উপজেলা সদরের আশেপাশের গ্রামের হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে প্রায় অর্ধশতাধিক কম্বল বিতারণ করে “বাঘা ব্লাড ব্যাংক”।
এসময় উপস্থিত ছিলেন, বাঘা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি আব্দুল লতিফ, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, বাঘা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা সভাপতি মাসুদ এ হাসান সহ সংগঠনটির অন্যতম নেতৃবৃন্দ।প্রতিষ্ঠাতা মাসুদ এ হাসান বলেন, আমাদের মূল লক্ষ্য সমাজের অবহেলিত নিপিড়ীত মানুষের পাশে দাড়ানো।
বাঘা ব্লাড ব্যাংক একটি রক্তদাতা সংগঠন হলেও আমরা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে থাকি। থথথতারি ধারাবাহিকতায় প্রতিবারের ন্যায় এ বছরেও শ্রদ্ধেয় বড় ভাই কাস্টম অফিসার কালাম আজাদ, প্রবাসী নাসির উদ্দিন,আপেল মাহমুদ পরাগ আঙ্কেল, ফায়সালা আহমেদ অন্তর
(জজ), রানা আতিক, পাপিয়া সুলতানা, মাহাবুল মুস্তারিফ আহমেদ সার্বিক সহায়তায় শীতার্ধদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।এছাড়াও সমাজের সকল বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।