রাতে মাদ্রাসা পালানো ৫ শিশুকে উদ্ধার করে স্ব-স্ব পরিবারে তুলে দিলেন ওসি কামাল
মোহাম্মদ এরশাদ বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রামের বাঁশখালীতে রাতের আঁধারে পালিয়ে যাওয়া মাদ্রাসা পড়ুয়া ৫ জন ছাত্রদের উদ্ধার করে স্ব- স্ব পরিবারে বুঝিয়ে দিলেন বাঁশখালী থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানাযায় গত ১৩ আগষ্ট দিবাগত রাতে শীলকুপ ইউনিয়নে অবস্থিত মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসার ৫ জন ছাত্র,দল বেঁধে রাতের আঁধারে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেওয়ার বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,বাঁশখালী থানার
অফিসার ইনচার্জ (ওসি)মোঃ কামাল উদ্দীন(পিপিএম)এর নির্দেশক্রমে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মাদ্রাসা পড়ুয়া ৫ জন ছাত্রকে জব্দ করা হয়,পরে ওই ছাত্রদের পরিবারে খবরটি পৌছানো হয়,খবর পেয়ে সকল ছাত্রের অভিভাবক বৃন্দ বাঁশখালী থানায় উপস্থিত হয়,পরে ওসি মোঃ কামাল
উদ্দীন (পিপিএম)ছাত্র ও অভিভাবকদের উদ্দেশ্য করে বিভিন্ন শিক্ষনীয় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান শেষে,উদ্ধার করা সকল ছাত্র গণকে তাদের পরিবারের হাতে হস্তান্ত করে অনন্য এক নজির সৃষ্টি করে দেখালেন চট্টগ্রাম জেলার অষ্টম বারের মতো শ্রেষ্ঠ ওসির পদকে ভূষিত হওয়া,বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দীন(পিপিএম)।
মাদ্রাসা পলানো ছাত্রদের অভিভাবকরা বাঁশখালী থানার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন,এই ধরনের কাজ আসলে প্রশংসার দাবি রাখে,আল্লাহ না করুক সকাল হলে পালিয়ে যাওয়ার খবর টি হয়তো শুনতে হতো,তাছাড়াও পরিবারের সবাই হয়তো ছেলে সন্তানের শোকে দিশাহারা হয়ে পড়তাম,আজ সেই দুঃসংবাদ
বাঁশখালী থানায় চৌকস অফিসার ইনচার্জ ওসি মোঃ কামাল উদ্দীন পিপিএম মহোদয়ের বিচক্ষণতার বদৌলতে কোন মতে রক্ষা পেয়েছি,তার জন্য (ওসি) মোঃ কামাল উদ্দিন মহোদয়কে আমাদের সকলের পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারক বাদ জানাচ্ছি,তার সাথে সাথে বাঁশখালী থানার সকল কার্যক্রমের উত্তরোত্তর সফলতা কামনা করছি।
পরিবারের হাতে হস্তান্ত করার মূহুর্তে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার রাজিব পোদ্দার,এসআই -তসলিমা জান্নাতসহ থানা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।