রামপালে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী আবু হানিফের গণসংযোগ
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ করছেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক ছাত্রনেতা শেখ মোঃ আবু হানিফ।
শুক্রবার(১৩ অক্টোবর) বিকেলে স্মার্ট রামপাল-মোংলা গড়ার অঙ্গিকার নিয়ে রামপাল উপজেলার বুজবুনিয়া বাজার, রাজনগর ইউনিয়নের কালেখারবেড় দিঘির পাড়, পাওয়ার প্লান্ট, বাশেরহুলা, হারুন মার্কেট, সিঙ্গাপুর মার্কেটসহ বিভিন্ন স্থানে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা জনগণের মাঝে পৌঁছে দিতে স্থানীয় নেতা-কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় ও সরকারের উন্নয়ন কর্মকান্ড সংবলিত লিফলেট বিতরণ এবং পথসভা করেন বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবু হানিফ।
গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মুনতাজ গাজী, আলামিন শেখ, বাবু মেম্বর, গোলাম আজম, জালিনুর হাজরা, বাবলু হাজরা, মুজিবুর রহমান, হাফিজুর মোল্লা, শাহিন হাজরা, আবুল বাশার, বদর খান, সিরাজ সেখ, রোকন হাজরা, মুরসালিন শেখ, মাসুদ গাজী, হারুন শেখ, জাহাঙ্গীর শেখ, বাবুল শেখ, জাহিদ শেখ, রেজাউল শেখ, নাইম আজম, খান বিল্লাল হোসেন, শেখ রেজাউল, জিল্লুর রহমান, মান্নান শেখ, শিশির, আবদুর রব, রায়হান শেখ, হেলাল বাবু, উজ্জ্বল শেখ, শেখ মোঃ রাসেল, খান হাবিবুর রহমান, শরিফুল শেখ, লিটু শেখ, বাদশা শেখ, হৃদয় শেখ, রাব্বি শেখ, ইসমাইল শেখ, বোরহান শেখ, সজীব ঘোষ, সুমন শেখ, মোঃ তালহা জুবায়ের সামি, নয়ন ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।







