লেবানন থেকে ফেরত আরও ৪৭ আটকা পড়া বাংলাদেশি
আলী আহসান রবি
১৮ জানুয়ারি,২০২৫
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আজ শনিবার (18 জানুয়ারী 2025) কাতারের একটি ফ্লাইটে (QR 640) সম্পূর্ণ সরকারি খরচে মোট 47 জন আটকে পড়া বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে।
ফ্লাইটটি সকাল ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) অবতরণ করে। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (IOM) দ্বারা সহায়তা করেছে।
লেবানন থেকে এ পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১২৪৬ বাংলাদেশি নাগরিককে প্রত্যাবাসন করা হয়েছে।
বিমানবন্দরে ফেরত আসাদের স্বাগত জানান পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা।
আইওএম প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে পকেট মানি, খাদ্য সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসা সেবা হিসাবে 5,000 টাকা দিয়েছিল।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা প্রত্যাবর্তনকারীদের সাথে চলমান সংঘর্ষের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং তাদের সুস্থতা সম্পর্কে খোঁজ নেন।
সংঘর্ষের সময় বোমা হামলায় একজন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
চলমান সহিংসতার কারণে লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক সকল বাংলাদেশিদের প্রত্যাবাসন ব্যয় বহন করার জন্য সরকার তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বৈরুতে বাংলাদেশের দূতাবাস প্রত্যাবাসন ইচ্ছুকদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে এবং যারা থাকতে চান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।