শার্শা-১ আসনে শেখ আফিল উদ্দিন বেসরকারিভাবে জয়ী
তামিম হোসেন সবুজ” বেনাপোল(যশোর):
যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগের নৌকা প্রতিকের প্রার্থী শেখ আফিল উদ্দিন ৮৭ হাজার ৮৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম লিটন পেয়েছেন ৬ হাজার ৪৪৫ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আক্তারুজ্জামান পেয়েছেন ১ হাজার ৯০৮ ভোট।
ব্যাপক উৎসব মূখর পরিবেশের মধ্যে দিয়ে কোন অপ্রীতীকর ঘটনা ছাড়ায় ভোট গ্রহণ শেষে রোববার (০৭ জানুয়ারি) রাত ৮ টায় শার্শা উপজেলা রিটার্নিং অফিসার নয়ন কুমার রাজবংশী আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
অন্যদিকে, অনিয়মের অভিযোগ তুলে রোববার বেলা ১১টার সময় সংবাদ সম্মেলন করে ভোট বর্জন ঘোষণা দেন ট্রাক মার্কা প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন।
যশোর-১ আসনে ১০২টি ভোট কেন্দ্রে ৬৬১টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে পুরুষ কক্ষ ৩১৭টি ও মহিলা কক্ষ ৩৪৪টি। এ আসনে ভোটার ২ লাখ ৯৪ হাজার ৬৯২ জন। পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৫৭৬ জন। মহিলা ভোটার ১ লাখ ৪৭ হাজার ১১৪ জন এবং হিজড়া ভোটার রয়েছে ২ জন।