জসিম উদ্দিন, বেনাপোল -যশোর
জসিম উদ্দিন, বেনাপোল -যশোর:
শার্শায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ২ জনকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের বহিলাপোতা বেদেবাহাদুর গ্রামে এ ঘটনা ঘটে।
শার্শা থানা ও হতাহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনার দিন সকালে বহিলাপোতা গ্রামের জব্বার বাহিনী ও কামাল বাহিনীর সাথে একই এলাকার মুজিবর ও তার ছেলেদের সাথে কথা কাটাকাটি হয়।
দুপুরে জব্বার ও কামাল বাহিনীর নেতৃত্বে একদল দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী অর্তকিত হামলা চালালে। এসময় মুজিবর ও তার তিন ছেলে সহ ১২ জন আহত হয়।
পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বহিলাপোতা গ্রামে বর্তমানে থমথমে বিরাজ করছে।
লক্ষ্মণপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারা বেগম বলেন, সামান্য একটি বিষয় নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে ঝামেলা চলছিল। আজ রোববার ইউনিয়ন পরিষদে বসাবসি করার কথা ছিলো। কিন্তু দুপুরে হঠাৎ শুনলাম দু গ্রুপের মধ্যে মারামারি হয়েছে এবং সব কয়জনই হাসপাতালে। দু-গ্রুপের সকলে আওয়ামী লীগের রাজনীতি করে।
শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, মারামারি বিষয়টি শুনেছি। এখনো পর্যন্ত তানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।