সাংবাদিকদের নামে মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন,
মোঃ হারুন অর রশীদ:গাজীপুর জেলা প্রতিনিধি:
সারাদেশে গণমাধ্যম কর্মীদের নামে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে কালিয়াকৈর,কোনাবাড়ী ও গাজীপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ।গতকাল বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলা চত্বর সম্মুখে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ মানববন্ধনে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাব,কালিয়াকৈর উপজেলা প্রেস ক্লাব, মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ প্রেস ক্লাবের সাংবাদিক সহ গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
দৈনিক স্বদেশ প্রতিদিনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি দেলোয়ার সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রথম আলোর গাজীপুর জেলা প্রতিনিধি মাসুদ রানা,কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি সরকার আব্দুল আলিম,মডেল প্রেসক্লাবের সভাপতি ও যায় যায় দিনের কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ইমারত হোসেন,কালের কণ্ঠের
উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মেহেদী, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, মানবকন্ঠের উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন সানি,দৈনিক সত্যকন্ঠের জেলা প্রতিনিধি ও কালিয়াকৈর প্রেসক্লাবের পাঠাগার ও সেমিনার সম্পাদক মোঃ হারুন অর রশীদ,
আনন্দ টিভির কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আফসার খাঁন বিপুল,প্রতিদিনের বাংলাদেশ’র গাজীপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা,হয়রানি সহ বিভিন্নভাবে ভয়-ভীতি দেখানো হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলনে গাজীপুরের কোনাবাড়িতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা গুলি করে হত্যার দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে,অথচ সে হত্যা মামলায় বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিককে জড়িয়ে হত্যা মামলা দেয়া হয়েছে।
অনতিবিলম্বে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা সহ সারাদেশে গণমাধ্যম কর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।বক্তারা আরো বলেন,সাংবাদিকদের নামে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহার সহ নির্যাতন-নিপীড়ন বন্ধ না হলে সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।