

সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের মাসালং বাজারে বাগাইহাট জোনের *ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান* এর সার্বিক তত্ত্বাবধায়নে মাসালং বাজারে বিশুদ্ধ খাবার পানির পয়েন্ট স্হাপন করেন।
বাঘাইহাট জোনের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত জোন কমান্ডার এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় এবার সেই চিত্র বদলাতে শুরু করেছে। সেনাবাহিনী উক্ত বাজারে এবং পাহাড়ি এলাকার তরুণ/সাধারণ মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নতুন গতি এনে দিয়েছে সেনাবাহিনীর সৌহার্দ্যপূর্ণ উপস্থিতি পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার স্থানীয় পাহাড়ি,বাঙ্গালী ও টুরিস্টদের সঙ্গে কথা বলে জানতে পারেন তাঁর এই কাজের ধারাবাহিকতা স্থানীয় সাধারণ মানুষের প্রতি গভীর আস্থা তৈরি করেছে।
স্থানীয় *চেয়ারম্যান জনাব অতুলাল চাকমা,মাসালং বাজার সেক্রেটারি অনন্ত ত্রিপুরা,*কারবারি ফুলেশ চাকমা* এর মতে, বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারন মানুষের আস্থার প্রতীক, সাধারন মানুষের জীবন যাত্রার মান উন্নত করেছে এবং আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, তেমনি সমাজে শান্তি ও স্থিতিশীলতাও জোরদার হচ্ছে।
স্থানীয় এলাকাবাসী ও টুরিস্টরা আবেগভরে বলেন,“আমরা দীর্ঘদিন ধরে মাসালং বাজারে বিশুদ্ধ খাবার পানির জন্য অনেক কষ্ট সহ্য করেছি আজ তার পূর্ণতা পেলাম।
বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার জানান পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।












