শাহীন আলম সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি নীতিমালা অবমাননা করে বৃক্ষ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা আঙ্গুল তুলছে স্বয়ং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ ম্যানেজিং কমিটির সভাপতি সহ সদস্যদের দিকে।
সরজমিন গিয়ে জানাযায়, ফিংড়ি ফয়জুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গতকাল (৩রা ডিসেম্বর) শনিবার বিদ্যালয়ের শিক্ষক ও ম্যানেজিং কমিটি কর্তৃক নিয়ম নীতিকে তোয়াক্কা না করে গাছ কর্তন করেছে বলে জানান স্থানীয়রা।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোমেনা সুলতানার স্বামী ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুরন্নাহার, গ্রাম পুলিশ আয়ুব আলীকে সরজমিনে উপস্থিত রেখে ৪টি গাছ ও ১০টি গাছের বড় ডাল কর্তন করে। এ যেন দেখার কেউ নেই, এ বিষয়ে ইউপি সদস্য ও প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে তারা বলেন, উপজেলা শিক্ষা অফিসার লিখিত স্বাক্ষরে গাছের ডাল কাটা হচ্ছে। তবে কেউ কোন কাগজ পত্র দেখাননি। এ
বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়ে আমার জানা নেই, আমি এ সংশ্লিষ্ট কোন অনুমতিপত্রে স্বাক্ষর করি নাই। দিনে দুপুরে সরকারি সম্পত্তি সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী ও স্কুল পরিচালনা কমিটির কর্তৃক লোপাট করায় সংশ্লিষ্ট প্রশাসনের অবহেলাকেই করছেন স্থানীয় সচেতন মহল। এমন নেক্কারজনক ঘটনার সাথে যাহারা জড়িত তাদের অতি দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার আশুহস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।