সাধনপুরে কায়সারের নেতৃত্বে নৌকার সমর্থনে গণমিছিল অনুষ্ঠিত
বাঁশখালী প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে চট্টগ্রামের বাঁশখালীতে বিভিন্ন প্রার্থীরা সমর্থকদের নিয়ে ততই জোরদার করছে নির্বাচনী প্রচার প্রচারণা।প্রতীক পাওয়ার পর থেকেই যার যার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে- গঞ্জে, পাড়া-মহল্লায় রাতদিন চালিয়ে যাচ্ছে প্রচার- প্রচারণা, মাইকিং মিছিল, মিটিং গণসংযোগ ও পথসভা করে যাচ্ছে প্রার্থীরা।
এরই মধ্যে (৪ জানুয়ারি বিকালে) নৌকা মার্কার সমর্থনে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ কায়সারের নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।দক্ষিণ সাধনপুর সওদাগর পাড়া থেকে মিছিলটি শুরু হয়ে বাঁশখালী প্রধান সড়কসহ ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে বাণীগ্রাম ব্রাহ্মণপাড়া ট্যাকে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সদস্য আরিফ,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন,
জাবেদ,আরিফ,যুবলীগ নেতা শাকিল, হেলাল,আলমগীর,বদিউল আলম কাইসার,নুরুল আবছারসহ আওয়ামীলীগ যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।