সিরাজগঞ্জের তাড়াশে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের অভিযোগ; নিয়োগ পরীক্ষা স্থগিত
মোঃআল আমিন হোসেন জেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ
আর্থিক লেনদেনের অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশের তালম ইউনিয়নের গোন্তা আলিম মাদ্রাসার চারটি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার সকালে গোন্তা আলিম মাদ্রাসা কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
জানা যায়,আলিম মাদ্রাসার অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর,পরিচ্ছন্নতাকর্মী,আয়া ও নৈশপ্রহরী পদে একজন করে চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই চার পদের বিপরীতে প্রার্থীরা আবেদন করেন। তবে গোপনে কয়েকজন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রার্থীদের মধ্যে জানাজানি হলে ওই মাদ্রাসার অফিস সহায়ক প্রার্থী জয় হোসেন ও আয়া পদের প্রার্থী ফাতেমা লিখিত অভিযোগ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর। অভিযোগে উল্লেখ করা হয়,মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান ও ম্যানেজিং কমিটির সভাপতি আতিকুল ইসলাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের জন্য নিয়োগ নিতে হলে মোটা অংকের টাকা দাবি করেন।
তারা জানায়, টাকা দিলে পরীক্ষার পূর্বেই প্রার্থীকে প্রশ্নপত্র দেওয়া হবে। টাকা দিলে ওই পদে চাকরি মিলবে,টাকা না দিলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হলেও ফেল করিয়ে দেবে। যোগ্যতা দিয়ে নাকি চাকরি হয় না। টাকা দিলে আর কোনো যোগ্যতা লাগে না।মাদ্রাসার অধ্যক্ষ এবং ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজসে মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্য ও অনভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য লোক দেখানো নিয়োগ পরীক্ষা নেওয়ার চেষ্টা করলে আয়া পদে প্রার্থী ফাতেমা খাতুন বলেন,আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নিয়েছে অধ্যক্ষ আব্দুল মান্নান।এখন আরও ২ লক্ষ টাকা দাবী করেন।
যদি আমাকে চাকুরী না দেয়া হয় তাহলে এই মাদ্রাসার ভিতরে গলায় দরি দিয়ে আত্মহত্যা করবো। পরে পরীক্ষা শুরুর আগে নিয়োগ কর্তা ও ম্যানেজিং কমিটি আলোচনা শেষে কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা স্থগিত করে দেয়। একই দিন সকালে আসলাম নামের একজন প্রার্থী বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষ অবস্থায় তাকে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান জানান,‘নিয়োগ-বাণিজ্যের বিষয়টি মিথ্যা। একটু ঝামেলার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।ঝামেলার কারণে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে উপস্থিত গনমাধ্যম কর্মীদের জানান ডিজির প্রতিনিধি,বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ আবু নাইম ইসলাম।