সাদিকুল ইসলাম সাদিক, নীলফামারী:
দেশ ও বিদেশের জনপ্রিয় বেসরকারী স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশন। অনেক বাঁধা বিপত্তিকে পিছনে ফেলে এশিয়ান টেলিভিশন ১৮ জানুয়ারি দশম বর্ষ পেরিয়ে এগারোতম বর্ষে পা রাখলো।
এ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজন করা হয় কর্মসূচি। এটির আয়োজন করেন এশিয়ান টেলিভিশন সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি মোঃ ওবায়দুল ইসলাম।
সৈয়দপুর প্রেসক্লাবের নিজস্ব ভবনের দ্বিতীয় তলায় নানা আয়োজনের মধ্যদিয়ে এশিয়ান টেলিভিশনের দশম বর্ষপূর্তি উৎসবের শুভ সুচনা করা হয়। এরপর দশ পাউন্ড কেক কেটে এশিয়ান টেলিভিশনের শুভ জন্মদিন পালন করা হয় হাসিখুশীর মধ্যদিয়ে।
এ সময় এশিয়ান টেলিভিশন সৈয়দপুর নীলফামারী প্রতিনিধিকে কেক খাওয়ান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শাখাওয়াত হোসেন খোকন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি
ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ ও সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন। অতিথিদের মুখেও কেক তুলে দেন প্রতিনিধি ওবায়দুল ইসলাম।
এ সময় প্রধান অতিথির বক্তব্য বলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম রাশেদুজ্জামান রাশেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক
মহসিন, আওয়ামী লীগের অন্যতম সিনিয়র নেতা সৈয়দপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন,সময় টিভির স্টাফ রিপোর্টার নীলফামারী ও সৈয়দপুর প্রেসক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল,প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য
নজরুল ইসলাম,প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু, প্রেসক্লাবের সহসভাপতি এম এ করিমসহ অনেকে। এশিয়ান টেলিভিশন সৈয়দপুর নীলফামারী প্রতিনিধি ও সৈয়দপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন এশিয়ান টেলিভিশন তার সুনাম ধরে রেখেছে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে। জনপ্রিয়তা দেশ থেকে দেশের বাইরেও পৌছে দিয়েছে। এ টেলিভিশনের চেয়ারময়ান একজন বীরমুক্তিযোদ্ধা এবং সফল ব্যবসায়ি।
তিনি ২০ বার সিআইপি নির্বাচিত হন সাদা মনের এ মানুষটি বিভিন্ন দিক দিয়ে দেশে অবদান রাখছেন। এশিয়ান টেলিভিশন সমাজ,সাংস্কৃতি,শিল্প,সাহিত্য,কৃষির বিষয়ে সংবাদ পরিবেশন করে পাঠকের মনে স্থান করে নিয়েছে। আয়শা মরিয়ম ছায়াছবিটি বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকের কাছে। আমরা এশিয়ান টেলিভিশনের সফলতা কামনা করেন।