সৈয়দপুরে কার ড্রাইভিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ
সাদিকুল ইসলাম সৈয়দপুর নীলফামারী ঃদক্ষ জনশক্তিই পারে বেকারত্ব ঘোচাতে’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে খালেক-কামরুন ফাউন্ডেশনের আওতাধীন সৈয়দপুর কার ড্রাইভিং সেন্টারের প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। গত ১৩ ই অক্টোবর শুক্রবার বিকেলে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর মছে হাজী পাড়ায় সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসার নিজস্ব কার্যালয়ের এক অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
খালেক কামরুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কামরুজ্জামান কনকের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক খোকন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দপুরের বিশিষ্ট সমাজসেবক রবিউল আউয়াল রবি, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম মন্ডল, খালেক কামরুন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান খালেকুজ্জামান প্রমুখ। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুরশিদ জামান কাকন।
এর আগে মরহুমা কামরুন নাহার কল্পনার চতুর্থ মৃত্যুবার্ষিকীর দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় খালেক কামরুন ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর হাতে একবছরের শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সেই সাথে সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসার ১০ জন শিক্ষার্থীর মাঝে নতুন পোষাক বিতরণ করা হয়।
প্রসঙ্গক্রমে, খালেক কামরুন ফাউন্ডেশনের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসার উদ্দ্যোগে একমাসের কার ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। এই কোর্সে গেলো আগস্ট ও সেপ্টেম্বর মাসে অংশগ্রহণকারীদের মধ্যে ১২ জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।