সৈয়দপুরে রেলওয়ে হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপনে পরামর্শ সভা
সাদিকুল ইসলাম সাদিক সৈয়দপুর নীলফামারী :
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এটির আয়োজন করে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ। ২৬ শে আগস্ট শনিবার সকাল ১১ থেকে দুপুর একটা পযন্ত সৈয়দপুর উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমান।

পরামর্শ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক গোলাম মোস্তফা, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, মেয়র রাফিকা আকতার জাহান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মাহবুবুল হক দুলাল, ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলমসহ স্হানীয় সংবাদকর্মীরা,








