সৈয়দপুরে ৪ দিন থেকে নিখোঁজ এক কিশোর
সাদিকুল ইসলাম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে ৪ দিন ধরে নিখোঁজ এক কিশোর
নীলফামারীর সৈয়দপুরে চার দিন ধরে আপন ইসলাম (১৩) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। সে উপজেলার মুন্সিপাড়া এলাকার হাবিব জুয়েলার্সের স্বর্ণের কারিগর ছিল। 
আপন রংপুর জেলা তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের পশ্চিম দোয়ালীপাড়া গ্রামের মোহাম্মদ তছলিম ও মাছুদা বেগম দম্পতির সন্তান। 
জানা গেছে, গত ৯ অক্টোবর হাবিব জুয়েলার্সের দোকান থেকে সকালে বের হয়ে নিখোঁজ হয় আপন। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজা করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ১১ অক্টোবর রাতে সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আপনের বাবা মোহাম্মদ তছলিম।
								
								
															 
			 
		     
					







