নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী সৈয়দপুর উপজেলার খাতামুধুপুর ইউনিয়নের কাচারীপাড়া সড়কের নির্মাণকাজ গত সোমবার শেষ হয়েছে। এরই মধ্যে হাত দিয়ে টানলেই কার্পেটিং উঠে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকে সড়কটিতে নি¤œমানের কাজ হচ্ছিল। বাধা উপেক্ষা করে ঠিকাদার কাজ অব্যাহত রাখেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে রংপুর বিভাগীয় উন্নয়ন প্রকল্পের আওয়াতায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের কাচারীপাড়া এলাকার নয়াপাড়া মসজিদ থেকে উত্তরের দিকে ৩৭৫ মিটির কাঁচা সড়ক পাকা করার উদ্যোগ নেয় এলজিইডি।
প্রায় ৩৩ লাখ টাকা ব্যয়ে এ কাজটি পান নীলফামারী সদরের ঠিকাদার মেসার্স খুশি এন্টারপ্রাইজ। গত বছরের নভেম্বরে শুরু হয় এর কাজ। প্রথম থেকেই নি¤œমানের কাজের অভিযোগ করে আসছিলেন স্থানীয় এলাকাবাসী। কিন্তু এতে কোনো তোয়াক্কা করেনি এলজিইডি কর্তৃপক্ষ। সর্বশেষ গত সোমবার সড়কে কার্পেটিং শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান।