এম,এ মালেক,হালুয়াঘাট(ময়মনসিংহ)
ময়মনসিংহের হালুয়াঘাটে নতুন এল.সি এর কয়লা আমদানী বন্ধ করে পুরাতন এল.সি এর কয়লা আমদানী করার সর্বাগ্রে লক্ষে, অবস্থান,প্রতিবাদ সভা ও স্বারক লিপি প্রধান করেছে আমদানি ও রপ্তানী কারক গ্রুপ ।
গত ২০১৭ থেকে ২০২২ সন পর্যন্ত ভারতে ( ত্রিশ হাজার ) মে.টন অগ্রীম রাজস্ব প্রদানকৃত কয়লা ভারতের অংশে আটকে আছে । রপ্তানীকারকদের বার বার বলা সত্বেও ভারতে আটকে থাকা বিশাল অংকের পুরাতন এল.সি কয়লা রপ্তানী না করে
রপ্তানীকারকগণ গত ০৯/১/২০২৩ ইং তারিখে কড়ইতলী শুল্ক স্থল বন্দর দিয়ে নতুন এল.সি এর কয়লা রপ্তানী করা শুরু করে দিয়েছে । যার ফলে বিরাট অংকের টাকার পুরাতন এল.সি এর কয়লা না পাওযায় শত শত আমদানী কারক আর্থিকভাবে ক্ষতি হতে যাচ্ছে ।
এর লক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার গোবরাকুড়া শাপলা বাজার রাজস্ব কর্মকর্তার কার্যলয় স্থল শুল্ক স্টেশন এর সামনে,অবস্থান, প্রতিবাদ সভা করে আমদানি ও রপ্তানী কারক গ্রুপ । অবস্থান, প্রতিবাদ সভা শেষে, নতুন এল.সি এর কয়লা আমদানী বন্ধ করে পুরাতন এল.সি এর কয়লা আমদানী করার সর্বাগ্রে লক্ষে, রাজস্ব
কর্মকর্তা মোঃ ইজাজুল হক বরাবর সকল আমদানি ও রপ্তানী কারক গ্রুপ এর পক্ষথেকে স্বারক লিপি প্রধান করেন আমদানি ও রপ্তানী কারক গ্রুপ এর মহা সচিব অশোক সরকার অপু ।
এ সময় আমদানি ও রপ্তানী কারক গ্রুপ এর মহা সচিব অশোক সরকার অপু ,আমদানী করক মোরশেদ আনোয়ার খোকন, আওলাদ রুবেল ,কাঞ্চন কুমার সরকার,আব্দুর রশিদ,হাবিবুর রহমান হাবিব ,শহিদুল ইসলাম শহীদ প্রমূখ্য