এম,এ মালেক,হালুয়াঘাট :
ময়মনসিংহের হালুয়াঘাটে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিওিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (৭ মার্চ) উপজেলার ১০নং ধুরাইল ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের ভিওিপ্রস্তর স্থাপন করেন, ময়মনসিংহ – ১ আসনের সাংসদ সদস্য জুয়েল আরেং।
ভিওিপ্রস্তর গুলো হল, ধুরাইল বাজার হতে ডুবারপার রাস্তায় ২৯০০ মিটার চেইনেজে কংস নদীর উপর ৭০.০০ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিওিপ্রস্তর
এবং পাবিয়াজুরি জিসি তারাকান্দা জিসি রাস্তা ভায়া গোরকপুর বাজার রাস্তায় ১৯৫৪ মিটার দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভিওিপ্রস্তর এবং মোকামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ,ঝাউগড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ , পশ্চিম পাবিয়াজুড়ি সরকারি প্রথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিওিপ্রস্তর স্থাপন করা হয় ।
ভিওিপ্রস্তর স্থাপন শেষে ইউপি পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন সুমনের আয়োজনে এবং ১০নং ধুরাইল ইউনিয়নে ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আবু হান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ -১ আসনের সাংসদ সদস্য জুয়েল আরেং।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, সহ -সভাপতি মোরশেদ আনোয়ার খোকন,উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির , প্রয়াত প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন (এমপি),র একান্ত সচিব আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা আওলাদ হোসোন,ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সহ উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং ধুরাইল ইউনিয়নের নেতা- কর্মী ও সুধিজন উপস্থিত ছিলেন।